শিল্পে সাড়া জাগাবে রঘুনাথপুর

Must read

সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া : কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পায়নই যে রাজ্যের পাখির চোখ, বৃহস্পতিবার বিধানসভায় সে-কথা স্পষ্ট করে দেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও সেখানে তিনি আলাদা করে রঘুনাথপুর শিল্পতালুকের কথা বলেননি। কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং শিল্পমন্ত্রীর চেষ্টায় রঘুনাথপুর (Raghunathpur) শিল্পতালুকেও যে একঝাঁক নতুন শিল্প হতে চলেছে শুক্রবার তা স্পষ্ট করে দিলেন পুরুলিয়া জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার। তিনি বলেন, শনিবার জেলার সাঁতুড়ি ব্লকের পোড়াডি, পছন্দপুরে চালু হচ্ছে শাকম্ভরী গ্রুপের একটি রোলিং মিল। এই নতুন কারখানাটি উদ্বোধন করতে আসতে পারেন শিল্পমন্ত্রী স্বয়ং। এ-ছাড়া এই শিল্পতালুকে কারখানা গড়ার কাজ শুরু করতে চলেছে জয় বালাজী এবং শ্যাম স্টিল গ্রুপও। কয়েক মাসের মধ্যে এই শিল্পতালুকে উৎপাদন শুরু করবে শ্রী সিমেন্ট কারখানা।

আরও পড়ুন – রামপুরহাটে সিবিআই: তৃণমূল কংগ্রেস বলল সহযোগিতা করব, কিন্তু…

শুক্রবারই শাকম্ভরী গ্রুপের পক্ষে নতুন ইউনিট উদ্বোধনের কথা জানানো হয়। এদের একটি কারখানা আছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের ধারে পঞ্চকোট পাহাড়ের তলায়। নতুন এই কারখানাটি সেখান থেকে খানিকটা দূরে। কর্তৃপক্ষ জানান, তাঁদের অন্যতম লক্ষ্য হল যতটা সম্ভব দূষণমুক্ত শিল্পস্থাপন করা। জেলা আইএনটিটিইউসি সভাপতি বলেন, শিল্পতালুকে শিল্পের জন্য প্রচুর জমি রয়েছে। রাজ্য সরকার পরিকাঠামো গড়ে দিয়েছে এবং এই এলাকাকে ফ্রেট করিডর দিয়ে আসানসোল শিল্পাঞ্চলের সঙ্গে যুক্ত করা হয়েছে। তিনি জানান, বহু শিল্পপতি এখানে কারখানা গড়তে আগ্রহী। আমরা শর্ত দিচ্ছি স্থানীয় স্তরে কর্মী নিয়োগ এবং এলাকায় কিছু সামাজিক উন্নয়নের কাজ করতে হবে। তাঁর দাবি, আগামী দু’বছরের মধ্যে লক্ষাধিক কর্মসংস্থান হবে এখানে। শিল্পায়নে উজ্জ্বল নজির সৃষ্টি করবে রঘুনাথপুর (Raghunathpur)।

Latest article