আরপিএফের জুলুমবাজি বিক্ষোভে রেল হকাররা

দীর্ঘদিন নানাভাবে জোরজুলুমের শিকার হওয়া কয়েকশো রেলের হকার প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোল স্টেশনের বাইরে টায়ার জ্বালিয়ে আরপিএফের জুলুমবাজির প্রতিবাদে শামিল হন

Must read

সংবাদদাতা, আসানসোল : কেন্দ্রের মোদি সরকারের অঙ্গুলিহেলনে হকারদের উপর মাত্রাছাড়া অত্যাচার শুরু করেছে আরপিএফ। আসানসোল স্টেশন চত্বরে হকারদের দেখলেই লাঠি উঁচিয়ে তেড়ে আসছে তারা। অনেক সময় গরিব হকারদের শারীরিক নিগ্রহ করার অভিযোগও উঠছে এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। দীর্ঘদিন নানাভাবে জোরজুলুমের শিকার হওয়া কয়েকশো রেলের হকার প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোল স্টেশনের বাইরে টায়ার জ্বালিয়ে আরপিএফের জুলুমবাজির প্রতিবাদে শামিল হন।

আরও পড়ুন-এবার সরাসরি কলকাতা-ঢাকা বাস, চালু হচ্ছে শীঘ্রই

তৃণমূলের পরিবহণ শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, ‘বাংলার বাইরে যে কোনও স্টেশনে গেলে দেখা যাবে অসংখ্য মানুষ স্টেশন ও সংলগ্ন এলাকায় হকারি করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করছেন। পশ্চিমবঙ্গে ছবিটা পাল্টে যাচ্ছে কারণ মোদির দল রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে এঁটে উঠতে না পেরে যতরকমভাবে পারছে রাজ্যের প্রান্তিক মানুষের উপর স্বৈরাচারী আঘাত হানার চেষ্টা করছে। গবিব মানুষগুলোর মুখের গ্রাস রেল কেড়ে নিচ্ছে কোন অধিকারে? আমরা বেশ কয়েকবার আরপিএফের শীর্ষস্তরে কথা বলেছি, কিন্তু তারপরও বন্ধ হয়নি গরিব হকারদের উপর জুলুমবাজি। নিরীহ যাত্রীদেরও নানাভাবে হেনস্থা করে আরপিএফ জওয়ানরা। এরপর কোনও হকারের গায়ে হাত পড়লে হকার পরিবারদের নিয়ে রেল লাইনে বসে পরিষেবা স্তব্ধ করে দেওয়া হবে।’

Latest article