সতর্কতা জারি

Must read

২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। উত্তাল হয়ে উঠবে সমুদ্র। সে কারণে গুজরাত (Gujarat) উপকূলে ২৭ মে থেকে তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করল মৌসম ভবন। গুজরাত (Gujarat) উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মার্চ মাস থেকেই তাপপ্রবাহে জর্জরিত গুজরাত। মাঝেমধ্যে ছিঁটে-ফোঁটা বর্ষণ হলেও তাতে স্বস্তি মেলেনি। মৌসম ভবন জানিয়েছে, ২৭ মে থেকে তিনদিন উত্তাল থাকবে সমুদ্র। যেকোনও মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আরব সাগরের উপকূলবর্তী কচ্ছ, জামনগর, পোরবন্দর, দেবভূমি, দ্বারকা জেলাতেও ঝড়ের মতো হাওয়া বইবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। এরই মধ্যে মঙ্গলবার রাজকোটে প্রবল বর্ষণ হয়েছে ।

আরও পড়ুন: পাতিদারের সেঞ্চুরি, ফাইনালের দরজায় আরসিবি

Latest article