পদ্মের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে রাজভবন

Must read

সংবাদদাতা, মালদহ : ‘বিজেপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে রাজভবন।’ মালদহে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় এসে এভাবেই ক্ষোভ উগরে দিলেন সাংসদ সুখেন্দুশেখর রায় (MP Sukhendu Sekhar Roy)। এর পাশাপাশি কাঁথি পুরসভা থেকে সারদা মামলার তথ্য চুরি প্রসঙ্গে তিনি রাজ্যের বিরোধী দলনেতার সামালোচনা করেন। তিনি বলেন, ‘প্রমাণ লোপাটের চেষ্টা চালাচ্ছেন বিরোধী দলনেতা।’ তৃণমূল কংগ্রেস যেখানে উন্নয়নের সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে সেখানে বিজেপি দুর্নীতির সরকারো পরিণত হয়েছে। মানুষের কাজ তারা করছে না, আর তাই উন্নয়েনর সরকার পাশে দাঁড়িয়েছে মানুষ। পুরসভায় জয় প্রসঙ্গে এমনটাই বলেন সাংসদ (MP Sukhendu Sekhar Roy)। তিনি বলেন এই কারণেই ২১ জুলাইয়ের সমাবেশে মানুষ যোগ দিতে যাচ্ছেন। মালদহ জেলার ১৫টি ব্লকের প্রতিটি অঞ্চল ও বুথ সভাপতিদের নিয়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি শেষ। এখন শুধু সময়ের অপেক্ষা। ২১শে জুলাইয়ের শহিদ সমাবেশকে সফল করতে মালদহে এসে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন সাংসদ সুখেন্দুশেখর রায়। রতুয়ার সামসি এলাকায় ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা করেন। জেলার রতুয়া ১, রতুয়া ২ নং ব্লক, চাঁচোল ১, চাঁচোল ২, হরিশচন্দ্রপুর ১, হরিশচন্দ্রপুর ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এই সভায় অংশগ্রহণ করেন। ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদূর রহিম বক্সী, চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়, জেলা সাধারণ সম্পাদক আশিস কুন্ডু, সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, মহিলা সভাপতি মৃণালিনী মাইতি-সহ অন্যরা। এদিন তিনি ইংরেজবাজার শহরে পুরাতন মালদহ ও ইংল্যান্ডবাজার পুরসভার কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতিদের নিয়ে ২১শে জুলাই নিয়ে জরুরি বৈঠক করেন।

আরও পড়ুন: বিধায়কের অফিসে তালা বিজেপি কর্মীদের

Latest article