৬২ বছর বয়সে শেয়ার বাজারের ‘দ্য বিগ বুল’ রাকেশ ঝুনঝুনওয়ালা প্রয়াত

রবিবার সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি প্রয়াত হন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন।

Must read

ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা প্রয়াত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২। রবিবার সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি প্রয়াত হন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। একাধিক শারীরিক সমস্যা ছিল বলেও জানা গিয়েছে। ভারতীয় শেয়ার বাজারের ‘বিগ বুল’ বলা হয় রাকেশকে। তিনি শেয়ার বাজারে বিনিয়োগে কখনওই ভুল করতেন না।

আরও পড়ুন-ট্রায়াল প্রস্তুতি

কয়েক দিন আগে তিনি একটি জুতো সংস্থার শেয়ার কিনেছিলেন, সেটিও কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছে যায়। এক দিনে তিনি লাভ করেন ২২১ কোটি টাকা। কিছুদিন আগেই আকাশে ওড়ে তাঁরই পৃষ্ঠপোষকতায় আকাশা এয়ারলাইন্সের বিমান।

আরও পড়ুন-অসহিষ্ণুতাকে কোনও সমর্থন নয়

১৯৬০ সালের ৫ জুলাই হায়দরাবাদের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় তার। তাঁর বেড়ে ওঠা মুম্বইয়ে। সিডেনহ্যাম কলেজ অব কমার্স অ্যান্ড ইকনমিক্স থেকে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করার পরে রাকেশের পরবর্তী গন্তব্য ছিল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া। কলেজে পড়ার সময়েই রাকেশের আগ্রহ ছিল স্টক মার্কেট নিয়ে। তিনি এই ধারা পেয়েছিলেন তাঁর বাবার কাছ থেকে। তাঁর বাবা ছিলেন আয়কর বিভাগের অধিকর্তা। স্টক মার্কেট নিয়ে বেশ আগ্রহ ছিল। শেয়ার বাজারে বিনিয়োগের দৌলতেই তিনি হয়ে ওঠেন কিংবদন্তি।

Latest article