মাঝ-আকাশে বড় বিপত্তি বিমানে, অভিজ্ঞতা ভাগ করলেন রশ্মিকা

সঙ্গে ছিলেন তাঁর বন্ধু শ্রদ্ধা দাস। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ছাড়ার কিছু সময়ের মধ্যেই হঠাৎই বিপদ নেমে আসে

Must read

প্রতিবেদন : সামনেই সাক্ষাৎ মৃত্যু, কোনওমতে বেঁচে ফেরা। যেন দ্বিতীয়বার জীবন পেলেন ‍‘অ্যানিম্যাল’-খ্যাত নায়িকা। খবরের শিরোনামে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ‍‘পুষ্পা’-নায়িকা মাঝ-আকাশে ভয়ঙ্কর বিপদের মুখে পড়েন। সমাজমাধ্যমের পাতায় সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রশ্মিকা। সেইসঙ্গে লিখেছেন, “আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম”।

আরও পড়ুন-ছত্তিশগড়ে মাওবাদী ডেরায় জাতীয় পতাকা তোলার পরই খু.ন জওয়ান

মুম্বই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন রশ্মিকা। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু শ্রদ্ধা দাস। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ছাড়ার কিছু সময়ের মধ্যেই হঠাৎই বিপদ নেমে আসে। মাঝ-আকাশে বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। টার্বুলেন্সে পড়ামাত্রই সমস্যা শুরু। কী সমস্যা ছিল তা স্পষ্টভাবে জানা না গেলেও দ্রুত বিমান অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। যে সংস্থার বিমানে রশ্মিকা-শ্রদ্ধা যাচ্ছিলেন সেই সংস্থার মুখপাত্র জানান, আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই দ্রুত ল্যান্ডিং করানো হয়। তবে সেই সময় যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর
দেওয়া হয়। বিকল্প ব্যবস্থার মাধ্যমে নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। সাংঘাতিক টার্বুলেন্সের মুখোমুখি হওয়ার পর টানা ৩০ মিনিটের চেষ্টায় বিমান মুম্বইয়ের মাটি স্পর্শ করে।

Latest article