নভেম্বরে রাজ্যে আসছে প্রতিনিধি দল, বিপুল বিনিয়োগে প্রস্তুত ইতালি

Must read

প্রতিবেদন : লক্ষ্মীপুজোর মরশুমে লক্ষ্মী লাভ রাজ্যের। সাম্প্রতিক কালে বৈদেশিক বিনিয়োগের বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর নবান্ন সূত্রে। রাজ্যে বস্ত্র, ফুড প্রসেসিং ও চামড়া শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। এই নিয়ে বেশ কয়েক দফা বৈঠক ও হয়েছে দু তরফে মধ্যে। বিনিয়োগের জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক সেরেছেন ইতালির কনসাল জেনারেল। সবকিছু ঠিকঠাক থাকলে, শীঘ্রই মউ স্বাক্ষরও করা হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার ইতালির এক প্রতিনিধি দল রাজ্য শিল্পোন্নয়ন নিগমের দফতরে রাজ্যের শিল্প কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ঠিক হয়েছে নভেম্বরে ইতালীয় দূতাবাসের এক প্রতিনিধি দল সেদেশের বেশ কয়েকজন শিল্পপতি কে সঙ্গে নিয়ে রাজ্যে আসবে। সেখানে বেশ কয়েকটি নতুন শিল্প স্থাপনের ব্যাপারে সমঝোতা পত্র স্বাক্ষরও হতে পারে দু তরফে।

আরও পড়ুন-দূষণ নিয়ন্ত্রণে নয়া উদ্যোগ রাজধানীতে

সূত্র মারফত খবর, প্রায় বছর পাঁচেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন শিল্পমন্ত্রী অমিত মিত্র ইটালিতে গিয়েছিলেন। সেখানে গিয়ে নানা বেসরকারি, এমনকী সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে, বাংলার শিল্পে বিনিয়োগের কথা বলেন বিদেশি শিল্পপতিদের। মুখ্যমন্ত্রী ইতালি থেকে ফিরে আসার পর সেদেশ থেকে এক প্রতিনিধি দল বাংলায় এসে রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে একাধিকবার বৈঠকও করে। আর তার ফলেই বাংলার শিল্পে বিনিয়োগের সম্ভাবনা আরও দৃঢ় হয়।চামড়া, বস্ত্র , সৌখিন সরঞ্জাম তৈরিতে ইতালি গোটা বিশ্বে প্রথম সারিতে। ভারতে বিনিয়োগের ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ যে পশ্চিম বঙ্গ তা পরিষ্কার। ২০১৯ সালে শেষ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সেদেশের ২৮ টি প্রতিনিধি দল অংশ নিয়েছিল। কিন্তু এরপরেই বিশ্ব জুড়ে কোভিডের প্রকোপ ছড়িয়ে পড়ায় সমস্ত বিষয়টা থমকে যায়। এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় ফের একবার বিনিয়োগ কর্মসূচিতে গতি আনতে চাইছে দু’পক্ষই। সেই লক্ষ্যকে সামনে রেখেই নভেম্বরে চূড়ান্ত আলোচনায় বসা হবে বলে শিল্প দফতর সূত্রে জানা গেছে।

Latest article