Roopa Ganguly: ফেসবুকে বিদ্রোহ রূপার

Must read

প্রতিবেদন : আবারও বিস্ফোরক ও বিদ্রোহী বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। সোশ্যাল মিডিয়ায় এবার খোলা চিঠি লিখে দলের বিরুদ্ধে বিদ্রোহের ইঙ্গিত দিলেন রূপা। নাম না করে বঙ্গ বিজেপির ভোঁতা হয়ে যাওয়া দুই জোড়াফলা সুকান্ত ও শুভেন্দুকে নিশানা করলেন তিনি। প্রকাশ্যে অভিযোগ করলেন শান্ত ও ভদ্র ভাবে রাজনীতি করার জন্যই তাঁকে রাজ্য থেকে তাড়ানোর চক্রান্ত করা হচ্ছে। সেই সঙ্গে আরও একবার জানিয়ে দিলেন, আসন্ন পুরভোটে বিজেপি নয়, ৮৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী গৌরব বিশ্বাসকে (Gourab Biswas) সমর্থন করবেন তিনি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নির্দল প্রার্থী গৌরবের সমর্থনে পোস্ট করেন বিজেপির বিদ্রোহী সাংসদ। ক’দিন আগেই পথদুর্ঘটনায় নিহত বিজেপির প্রাক্তন কাউন্সিলর তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাস এবার নির্দল হিসেবে ৮৬ নম্বর ওয়ার্ডে লড়াই করছেন। অভিযোগ, তাঁকে বঞ্চিত করে দল রাজর্ষি লাহিড়ীকে টিকিট দিয়েছে। এর আগেও দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সরব হয়েছিলেন রূপা।

আরও পড়ুন-Surajit Saha: বিদ্রোহী সুরজিৎ তৃণমূলে

নির্বাচনের মাত্র তিনদিন আগে ফের গৌরবকে প্রকাশ্যে সমর্থন করে বিতর্ক আরও বাড়ালেন বিজেপি সাংসদ (Roopa Ganguly)। বৃহস্পতিবার ফেসবুকে একটি হাতে লেখা চিঠি পোস্ট করেন রূপা। গৌরবকে উদ্দেশ করে সেই চিঠিতে তিনি লিখেছেন, শান্ত, ভদ্র আঙ্গিকে আন্দোলন করেন বলেই তাঁকে রাজ্য থেকে তাড়ানো হচ্ছে। চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘আমার তো আর হোর্ডিং লাগাবার মতো ক্ষমতা নেই, থাকলে তোদের দু’জনের ছবি টাঙিয়ে বলতাম, আমি তিস্তার সঙ্গে আছি, থাকব’। এর আগেও দুর্ঘটনায় নিহত বিজেপি কাউন্সিলরের পাশে দাঁড়ানোর পক্ষে সওয়াল করেছিলেন বিজেপি সাংসদ। বিজেপি শিবির থেকে অবশ্য এ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Latest article