দলের স্বার্থে আবার বসতে রাজি : শামি

তিনি আরও বলেন, বেশ কিছুদিন পর দলে ফিরলে দ্রুত আত্মবিশ্বাস পাওয়াটা জরুরি। সেদিক থেকে এই ম্যাচ আমাকে প্রয়োজনীয় আত্মবিশ্বাস দিল

Must read

ধরমশালা, ২৩ অক্টোবর : চলতি বিশ্বকাপে প্রথমবার মাঠে নেমেই বল হাতে কামাল মহম্মদ শামির। ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক তিনিই।

আরও পড়ুন-এযুগের দুর্গা, কন্ডাক্টর ডলির কাঁধে অনেক দায়িত্ব

অথচ প্রথম চার ম্যাচে ডাগ আউটে বসে থাকতে হয়েছিল শামিকে। যদিও তার জন্য টিম ম্যানেজমেন্টের উপর কোনও অভিমান নেই অভিজ্ঞ পেসারের। বরং তিনি সাফ জানাচ্ছেন, দলের স্বার্থ সবার আগে। টিম ম্যানেজমেন্ট চাইলে, তিনি ফের বসতে রাজি। শামির বক্তব্য, দল যখন ভাল খেলছে, তখন সব সদস্যদের কাজ হল দলের পাশে থাকা। আমি সেটাই করেছি। কারণ দলের স্বার্থ সবার আগে। ব্যক্তিগত সাফল্যের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজনে ফের ডাগ আউটে বসতে রাজি আছি।

আরও পড়ুন-এযুগের দুর্গা, কন্ডাক্টর ডলির কাঁধে অনেক দায়িত্ব

হার্দিক পান্ডিয়া আগের ম্যাচে চোট না পেলে ধরমশালায় শামি সুযোগ পেতেন কি না সন্দেহ। আবার শার্দূল ঠাকুরকে টানা খেলিয়ে যাওয়া নিয়েও ক্রিকেটপ্রেমীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছিল। শামি শুরুটাও করেন বোমা ফাটিয়ে। প্রথম বলেই উইকেট তুলে নেন। শামি বলছেন, প্রথম বলে উইকেট পাওয়ায় অনেকটা সুবিধা হয়েছিল। আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। সেটা পরের দিকেও কাজে লেগেছে। ঠিক করেছিলাম, লাইন ও লেংথ নিখুঁত রাখতে হবে। তিনি আরও বলেন, বেশ কিছুদিন পর দলে ফিরলে দ্রুত আত্মবিশ্বাস পাওয়াটা জরুরি। সেদিক থেকে এই ম্যাচ আমাকে প্রয়োজনীয় আত্মবিশ্বাস দিল। তবে আজকের পাঁচ উইকেট আমাকে বাড়তি তৃপ্তি দিচ্ছে। কারণ ম্যাচটা ছিল বিশ্বকাপের সেরা দুটো দলের মধ্যে।

Latest article