গঙ্গারামপুরে সুস্বাস্থ্যকেন্দ্র, গির্জায় মেরির মূর্তিসংস্কার

এটি বড়দিনের উপহার। বিপ্লব মিত্র বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা জুড়ে উন্নয়নযজ্ঞ চলছে, গঙ্গারামপুর পুরসভাও তাতে শামিল।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : উন্নয়নের নিরিখে গঙ্গারামপুরের মানুষ খুশি। কেউ বলছেন ‘লেটার মার্ক্স নিয়ে পাশ’, কেউ ‘একশোয় একশো’। পুর এলাকার উন্নয়নে একগুচ্ছ কাজ হাতে নিয়েছিল পুরসভা। যার বেশিরভাগ কাজ হয়ে গিয়েছে। বাকিগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর শহরের ১৫ নং ওয়ার্ডের পুর সুস্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, বড়দিনের উপহারস্বরূপ ১৫ ও ১৬ নং ওয়ার্ডের গির্জায় মা মেরির মূর্তিসংস্কার এবং গির্জার আবাসিক হস্টেলে পানীয় জলের ব্যবস্থা।

আরও পড়ুন-দেশি মাছ চাষ মৎস্যজীবীদের সুরক্ষা জীববৈচিত্র রক্ষায় মৎস্য দফতরের উদ্যোগ

ওই তিনটি কাজেরই মঙ্গলবার উদ্বোধন করলেন মন্ত্রী বিপ্লব মিত্র। ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস, পুরপ্রধান প্রশান্ত মিত্র, উপপ্রধান জয়ন্ত দাস, শার্দূল মিত্র প্রমুখ। সুস্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে ৩৫ লক্ষ টাকা। এটি নিয়ে শহরে সুস্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা হল ছয়। পুরপ্রধান জানিয়েছেন, এটি চালু হওয়ায় আদিবাসীপাড়া, শিববাড়ি এলাকার প্রচুর মানুষ উপকৃত হবেন। চার্চে মা মেরির মূর্তি ও আবাসিক হস্টেলে পানীয় জলের ব্যবস্থার জন্য যথাক্রমে ১০ ও ১৫ লক্ষ টাকা খরচ হয়েছে। এটি বড়দিনের উপহার। বিপ্লব মিত্র বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা জুড়ে উন্নয়নযজ্ঞ চলছে, গঙ্গারামপুর পুরসভাও তাতে শামিল।

Latest article