বঙ্গভাগের আন্দোলনের ষড়যন্ত্রকারী অনন্তকে রাজ্যসভার প্রার্থী বিজেপির, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

Must read

এবার সরাসরি বাংলা ভাগের এজেন্ডাকে সামনে রেখে মাঠে নামল ভারতীয় জনতা পার্টি। বাংলা (West Bengal) থেকে রাজ্যসভায় (Rajya Sabha) নিজেদের একমাত্র আসনে উত্তরবঙ্গ পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনের অন্যতম হোতা অনন্ত মহারাজকে প্রার্থী করে নিজেদের নতুন রাজনৈতিক লাইন স্পষ্ট করে দিল গেরুয়া শিবির। বাংলা ভাগের দাবিতে দীর্ঘদিন ধরে সরব রাজবংশী সমাজের নেতা অনন্ত মহারাজ। অনন্তকে (Ananta Maharaj- Santanu Sen) বিজেপি রাজ্যসভায় প্রার্থী করায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস।

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৬টি আসনে নির্বাচন এবং একটি আসনে উপনির্বাচন হওয়ার কথা। এর মধ্যে একটি আসনের উপনির্বাচনে জয় নিশ্চিত তৃণমূলের। এছাড়া যে ৬টি আসনে পূর্ণ মেয়াদের জন্য সাংসদ বাছাই হবে, তাতেও পাঁচটিতে তৃণমূলের জয় নিশ্চিত। অপর আসনটিতে জয় নিশ্চিত বিজেপির। বিজেপি এই প্রথম পশ্চিমবঙ্গ থেকে কোনও প্রার্থীকে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠাতে চলেছে। এর আগে স্বপন দাশগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়ের মতো বাংলার একাধিক ব্যক্তিত্বকে মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় পাঠিয়েছে গেরুয়া শিবির। তবে এই প্রথম নির্বাচনের মাধ্যমে বাংলা থেকে সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি পাঠাবে বিজেপি। আর সেই প্রার্থী হতে চলেছেন অনন্ত মহারাজ। যিনি পৃথক কোচবিহার আন্দোলনের অন্যতম মুখ। অনন্তকে বিজেপি প্রার্থী করায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Ananta Maharaj- Santanu Sen)। তাঁর কথায়, ‘এই মনোনয়নই প্রমাণ করে দিচ্ছে যে বাংলায় বিচ্ছিনতাবাদী আন্দোলনে ইন্ধন দিচ্ছে বিজেপি।’

আরও পড়ুন- নয়ডার শপিং মলে আগুন-আতঙ্ক, প্রাণ বাঁচাতে চারতলা থেকে ঝাঁপ বহু মানুষের

Latest article