আবারও রাজ্যের একাধিক বুথে ভোট করানোর নির্দেশ কমিশনের

Must read

ভোট গণনা পর্ব মিটে যাওয়ার পর ফের রাজ্যের ২০ বুথে নির্বাচনের নির্দেশ দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha)। হাওড়া সাঁকরাইলের ১৫টি বুথে ভোটের দিন ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে সাঁকরাইলের ওই ১৫ বুথেই তৃণমূল প্রার্থীরা জয়ী হন। শুধু সাঁকরাইল নয়, সিঙ্গুরের বেরাবেড়িতে ১টি ও উত্তর ২৪ পরগণার হাবড়ার ৪টি বুথে ফের ভোটের সিদ্ধান্ত কমিশনের (State Election Commission)। জানা গিয়েছে, বিডিওর রিপোর্টের ভিত্তিতে ওই ২০ বুথে নতুন করে ভোটের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।

গত শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন মোটের উপর শান্তই ছিল হাওড়া, উত্তর চব্বিশ পরগণা ও সিঙ্গুর। বড় কোনও অশান্তির ঘটনা চোখে পড়েনি। কিন্তু সাঁকরাইলের একাধিক ভোট কেন্দ্রে বহিরাগত দুষ্কৃতীরা ব্যালট লুঠ করে বলে অভিযোগ। সেগুলি হল, মানিকপুর দর্জিপাড়া প্রাথমিক স্কুলের সাতটি বুথ, রশ্মি মহল শিশু শিক্ষা কেন্দ্রের একটি বুথ, সারেঙ্গা হাইস্কুল ও পল্লিশ্রী পাঠাগারের কয়েকটি বুথ। পাশাপাশি সিঙ্গুর ও হাবড়ার একাধিক বুথে জোর করে অশান্তির চেষ্টা বিরোধীদের। আর সেকারণেই ওই সমস্ত বুথের নির্বাচনকে কার্যত বাতিল ঘোষণা করে দেয় নির্বাচন কমিশন (State Election Commission)। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সাফ জানিয়েছে, সাঁকরাইলের এই ১৫টি, হাবড়ার ৪টি এবং সিঙ্গুরের একটি বুথে যে ভোটগ্রহণ হবে তাকে পুনর্নিবাচন বলা হবে না। পঞ্চায়েত আইন অনুযায়ী নতুন করে ভোট নেওয়া হবে এই বুথগুলিতে।

আরও পড়ুন- বঙ্গভাগের আন্দোলনের ষড়যন্ত্রকারী অনন্তকে রাজ্যসভার প্রার্থী বিজেপির, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

Latest article