পাক মাটিতে ভারতের সঙ্গী চিন!

Must read

প্রতিবেদন : চিনকে সঙ্গে নিয়ে পাকিস্তানের মাটিতে এবার অভিযানে নামতে চলেছে ভারতীয় সেনা। শুনতে আশ্চর্য লাগলেও বাস্তব ঘটনা এটাই। যদিও এটি কোনওরকম জঙ্গি দমন অভিযান নয়। সেনা সূত্রের খবর, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সন্ত্রাসবিরোধী মহড়ায় অংশগ্রহণ করবে ভারত। এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে সম্পর্ক উন্নতির ক্ষেত্রে আগামী ৩ অক্টোবর থেকে পাকিস্তানের নাওশের জেলায় শুরু হবে ওই সেনা মহড়া। তবে সেনা মহড়ায় অংশ নিলেও ইসলামাবাদ সম্পর্কে ভারতের ধারণা কোনওভাবেই বদলাচ্ছে না। দিল্লির কাছে এটা স্পষ্ট যে পাকিস্তানের মাটি জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এবং ক্রমাগতভাবে সন্ত্রাসে মদত দিয়ে চলেছে ইমরান খানের সরকার।

ঠিক হয়েছে, পাকিস্তানের মাটিতে এই সেনা মহড়াতে ভারত, পাকিস্তান, চিনের পাশাপাশি অংশ নিচ্ছে ইরান, রাশিয়া ও মধ্য এশিয়ার চারটি দেশ। সাম্প্রতিক পরিস্থিতি মাঝে এই মহড়া যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

Latest article