দ্রাবিড়ের ক্লাসে শিখর-শ্রেয়স, মিরপুরে আজ সিরিজ রক্ষার লড়াই ভারতের

একটা দিন ব্রেক নিয়ে মঙ্গলবার আবার নেটে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটাররা। ব্যাটে রান না থাকায় শিখর ধাওয়ানের ডাক পড়েছিল রাহুল দ্রাবিড়ের ক্লাসে

Must read

ঢাকা, ৬ ডিসেম্বর : একটা দিন ব্রেক নিয়ে মঙ্গলবার আবার নেটে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটাররা। ব্যাটে রান না থাকায় শিখর ধাওয়ানের ডাক পড়েছিল রাহুল দ্রাবিড়ের ক্লাসে। নেটে অনেকক্ষণ দু’জনে একসঙ্গে কাটালেন। বুধবার দ্বিতীয় একদিনের ম্যাচে দ্রাবিড়ের টোটকা কতটা কাজে আসে সেটাই এখন দেখার। প্রথম ম্যাচে হেরে ভারত এখন ০-১ পিছিয়ে রয়েছে।

আরও পড়ুন-কাতার-জুড়ে হলুদ বসন্ত

নিউজিল্যান্ডে শিখর ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন। কিন্তু নেতৃত্বের চাপ হোক বা অন্য কারণে তিনি সেভাবে রান পাননি। দ্রাবিড় তাঁর এই ক্লাসে সুইপ আর রিভার্স সুইপ নিয়ে নিয়ে অনেক কিছু বুঝিয়েছেন। পরে তাঁর ও শিখরের সঙ্গে যোগ দিতে দেখা যায় শ্রেয়স আইয়ারকেও।
মিরপুরে প্রথম ম্যাচে ভারত এক উইকেটে হেরেছে। এই হারের ফলে রোহিত শর্মারা এখন বেশ চাপে রয়েছেন। বুধবারের ম্যাচ এখন তাঁদের কাছে মরণ-বাঁচনের ব্যাপার। জিতলে সিরিজে ভেসে থাকবেন ১-১ করে। আর হারলে চট্টগ্রামের শেষ ম্যাচের আগেই একদিনের সিরিজের দখল নেবে বাংলাদেশ।

আরও পড়ুন-চাপে পড়ে ক্ষমা চাইলেন বিজেপিপন্থী পরিচালক অগ্নিহোত্রী

মহম্মদ শামি চোটের জন্য দলের বাইরে চলে গিয়েছেন। তাঁর বদলে উমরান মালিককে ডেকে নেওয়া হয়েছে। উমরান আজ খেলবেন কি না সেটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। তবে শার্দূল ঠাকুরেরও মাসল ক্র্যাম্পের সমস্যা হয়েছে। তাঁর বা মহম্মদ সিরাজের বদলি হিসাবে দলে আসতে পারেন উমরান।
প্রথম ম্যাচে ভারতের ইনিংস শেষ হয়ে গিয়েছিল ১৮৬ রানে। রোহিত বলেছেন ব্যাটিংই তাঁদের ডুবিয়েছে। তিনি নিজে রান পাননি। বিরাট, সূর্যও তাই। ভারতীয় দলের জন্য এটা কিন্তু চাপের। কে এল রাহুল ৭৩ ও শ্রেয়স আইয়ার ৪১ রান না করলে ভারতের রান ১৮৬-ও হত না।

আরও পড়ুন-৫৬ কাশ্মীরি পণ্ডিতকে খুনের হুমকি জঙ্গিদের

একদিনের বিশ্বকাপের আর ১১ মাস বাকি। তার আগে এই সিরিজ থেকে বিশ্বকাপ প্রস্তুতি শুরু হল বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রথম ম্যাচের হার দ্রাবিড়ের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বুধবার ভারত জিতলে স্বস্তি ফিরবে ভারতীয় ড্রেসিংরুমে।

Latest article