শিলিগুড়িতে মোহনবাগান অ্যাভিনিউ

Must read

প্রতিবেদন : ইস্টবেঙ্গলের শহর হিসেবে পরিচিত উত্তরবঙ্গের শিলিগুড়ি (Siliguri)। এই শহরেই মোহনবাগান (Mohun Bagan Avenue) ক্লাবের নামে রাস্তার উদ্বোধন হল রবিবার। শিলিগুড়ির মহানন্দা ব্রিজ সংলগ্ন এয়ারভিউ মোড় থেকে যে রাস্তা নিরঞ্জন ঘাটের দিকে নামে, সেই রাস্তা ধরে সূর্য সেন পার্ক পর্যন্ত রোডের নাম রাখা হল ‘মোহনবাগান অ্যাভিনিউ’। ফলক উন্মোচন করে রাস্তার উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনবাগানের ফুটবলার লিস্টন কোলাসো। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত, ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জেলাশাসক, পুলিশ কমিশনার-সহ আরও অনেকে। ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য-সহ কর্মসমিতির ১৭ জন সদস্য।

আরও পড়ুন- লোগো প্রকাশ

মোহনবাগান অ্যাভিনিউয়ের উদ্বোধনকে কেন্দ্র করে উচ্ছ্বাসে মেতে ওঠেন সবুজ-মেরুন সমর্থকরা (Mohun Bagan Avenue)। রবিবার সকালে হিলকার্ট রোড থেকে মিছিল করে তাঁরা পৌঁছন মোহনবাগান অ্যাভিনিউয়ে। সবুজ-মেরুন পতাকা দিয়ে সাজিয়ে তোলেন গোটা এলাকা। ফলক উদ্বোধনের পর মোহনবাগান সচিব দেবাশিস দত্ত চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবকে খোঁচা দিয়ে বলেন, ‘‘প্রথম যেটা হয়, সেটাই সবাই মনে রাখে। এরপর অনেক কিছুই হবে। কিন্তু মোহনবাগান অ্যাভিনিউ সবাই মনে রাখবে। পশ্চিমবঙ্গে এমনটা কখনও হয়নি। এটা একটা ঐতিহাসিক কাজ।’’ তবে মেয়র গৌতম দেব বললেন, ‘‘এরপর এখানে ইস্টবেঙ্গলের নামেও রাস্তা হবে। ওরাও আমাদের প্রস্তাব দিয়েছে। মোহনবাগানের পাশে ইস্টবেঙ্গল না দৌড়লে লড়াই তো জমবে না।’’

Latest article