আট পুরসভার রোলমডেল হবে শিলিগুড়ি

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : উন্নয়নের জয় হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি (Siliguri) শহরকে নতুনরূপে গড়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশমতো শহরের অনেক জায়গায় কাজ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাকি উন্নয়নের কাজ চলছে। ভাবী মেয়র গৌতম দেবও বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী উন্নয়নের মানচিত্র তৈরি করে দিয়েছেন। সেইমতোই কাজ হবে।’’ চলতি মাসেই উত্তরবঙ্গের বাকি আটটি পুরসভার নির্বাচন। এই পুরসভাগুলির রোলমডেল শিলিগুড়ি। প্রচার থেকে শুরু করে উন্নয়ন সবই হবে শিলিগুড়ির ধাঁচে। এর পাশাপাশি রয়েছে দার্জিলিংয়ের নির্বাচনও। শিলিগুড়ি পর এবার দার্জিলিংয়ে পাহাড়ি ভূমিতে জোড়াফুল ফোটানোই টার্গেট। চলতি মাসেই দার্জিলিং-সহ উত্তরবঙ্গের ১২টি পুরসভার নির্বাচন। তাই পুরসভাগুলির ওপর বাড়তি নজর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শিলিগুড়ির (Siliguri) ঐতিহাসিক রায়কে রোলমডেল করেই প্রচারে আনতে চলেছে জোড়াফুল শিবির। শুধু তাই নয়, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার পুরসভাগুলির ক্ষেত্রে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ির ভাবী মেয়র গৌতম দেবকে। গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দরে তাঁর ওপর উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুরসভাগুলিতে দলের সাংগঠনিক পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। পাশাপাশি জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, শিলিগুড়ি মহকুমা বাইশটি অঞ্চলে একাধিক কর্মসূচি চলছে। বিল্ডিং ও ইউপি সেলের সঙ্গে বিভিন্ন প্রকল্পগুলিকে কাজের গতির তদারকি করেছেন রঞ্জন সরকার। সবমিলিয়ে উত্তরের উন্নয়ন চলছে জোরকদমে। সমতলের বাকি আট পুরসভা এবং পাহাড়েও যে জোড়া ফুল ফুটবে তা কেবল সময়ের অপেক্ষা।

Latest article