রানাঘাট জেলা ঘোষণা হতেই মিষ্টিমুখে বিজয়োল্লাস

রানাঘাট হবে জেলার সদর শহর। রানাঘাট জেলা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আনন্দে মিষ্টিমুখ করতে দেখা যায় আদালত চত্বরে।

Must read

সংবাদদাতা, নদিয়া : নদিয়া ভেঙে রানাঘাট জেলা হল। ১ অগাস্ট, ঘোষণার দিনটি স্মরণীয় হয়ে থাকল। যদিও আগেই পুলিশ জেলা ভাগ হয়েছিল রানাঘাট ও কৃষ্ণনগর পুলিশ জেলায়। জেলায় দুই পুলিশ সুপার ছিলেন, জেলাভাগের পরেও তাই থাকবে। তবে জেলাশাসক হবেন দুজন। রানাঘাট ও কল্যাণী মহকুমা নিয়ে হবে রানাঘাট জেলা।

আরও পড়ুন-এক পুরসভা নিয়েই কান্দি জেলা

কৃষ্ণনগর ও তেহট্ট মহকুমা নিয়ে নদিয়া জেলা। রানাঘাটের পাশে বনগাঁ মহকুমা নিয়ে গঠিত হচ্ছে ইছামতী জেলা। রানাঘাট নতুন জেলা হওয়াতে বদলে যাবে রানাঘাট থানার নামও। সেটা হবে কোতোয়ালি থানা। রানাঘাটে নতুন জেলাশাসকের অফিস হবে। মহকুমা হাসপাতালের নামও বদল হবে। এই জেলা থেকে বাদ পড়ে গেল অনেক ঐতিহ্য। যেমন, মায়াপুর মন্দির, পলাশির প্রান্তর, নবদ্বীপ, মাজদিয়ার শিবনিবাস, বেথুয়ার অভয়ারণ্য ইত্যাদি। থাকল তিনটি বিশ্ববিদ্যালয় ও এইমস হাসপাতাল। রানাঘাট হবে জেলার সদর শহর। রানাঘাট জেলা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আনন্দে মিষ্টিমুখ করতে দেখা যায় আদালত চত্বরে।

Latest article