এক পুরসভা নিয়েই কান্দি জেলা

এবার কান্দিকেও আলাদা জেলা ঘোষণা করল রাজ্য সরকার। ফলে উপকৃত হতে চলেছেন কান্দির লক্ষ লক্ষ মানুষ। মুর্শিদাবাদ জেলার আটটি পুরসভা।

Must read

সংবাদদাতা, বহরমপুর : মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর থেকে একদিকে জঙ্গিপুর মহকুমার ফরাক্কা, অন্যদিকে কান্দি মহকুমার সালার-সহ বেশ কিছু এলাকা দূরবর্তী হওয়ায় মানুষের অনেক সুবিধা হবে বলে ওই জেলাবিন্যাস। কান্দি মহকুমাকে পৃথক জেলা ঘোষণায় খুশি তৃণমূল শিবির। জঙ্গিপুরকে আগেই প্রশাসনিকভাবে আলাদা করা হয়েছিল। এবার কান্দিকেও আলাদা জেলা ঘোষণা করল রাজ্য সরকার। ফলে উপকৃত হতে চলেছেন কান্দির লক্ষ লক্ষ মানুষ। মুর্শিদাবাদ জেলার আটটি পুরসভা।

আরও পড়ুন-উত্তর ২৪ পরগনায় নতুন জেলা ইছামতী, বসিরহাট

যার মধ্যে জঙ্গিপুর মহকুমায় দুটি এবং কান্দি মহকুমায় একটি। বাকি পাঁচটি পুরসভা নিয়ে বহরমপুর জেলা। ফলে মাত্র একটি পুরসভা নিয়ে আলাদা জেলা ঘোষণা হওয়ায় খুশি কান্দিবাসী। কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার বলেন, প্রাচীন শহর কান্দি। অনেক মনীষী, সাহিত্যিকের জন্মস্থান। আলাদা জেলা করায় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমুল সভাপতি পদে ফের বহাল থেকে গেলেন শাওনি সিংহরায়। বিকেলে জেলা সভাপতিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান জেলা নেতৃত্ব।

Latest article