উত্তর ২৪ পরগনায় নতুন জেলা ইছামতী, বসিরহাট

এবার উত্তর ২৪ পরগনা জেলাকে তিনটি জেলায় ভাগ করল সরকার। ফলে দেশের সব থেকে বড় জেলার তকমা হারাল উত্তর ২৪ পরগনা।

Must read

সংবাদদাতা, বারাসত : দীর্ঘদিনের স্বপ্নপূরণ। উত্তর ২৪ পরগনা জেলা তিন ভাগ হচ্ছে। বনগাঁ মহকুমা হবে ইছামতী জেলা। বসিরহাট মহকুমা নিয়ে বসিরহাট জেলা, যার নামকরণ এখনও করা হয়নি, আর উত্তর ২৪ পরগনা জেলা। সেক্ষেত্রে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে থাকছে বারাসত, ব্যারাকপুর ও বিধাননগর মহকুমা।

আরও পড়ুন-‘পঞ্চায়েত ভোটে দাদাগিরি-নেতাগিরি চলবে না’ কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 

প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, কীভাবে এবং কোন কোন জায়গা নিয়ে এই তিনটি জেলা হবে সেই নির্দেশ এখনও নবান্ন থেকে আসেনি। তবে এই ভাগের ফলে সাধারণ মানুষ ও আইন-শৃঙ্খলার উন্নতি হবে। গত বিধানসভা নির্বাচনের আগেই মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বসিরহাট মহকুমাকে প্রশাসনিক জেলা করার নির্দেশ দিয়েছিলেন। যদিও আগেই বসিরহাটকে পৃথক স্বাস্থ্য ও পুলিশ জেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল। বারাসত ও বনগাঁকে পৃথক পুলিশ জেলা ঘোষণার কাজও শুরু হয়েছিল। এবার প্রশাসনিক জেলার স্বীকৃতি দেওয়া হল। বাম জামানায় ২৪ পরগনা ভেঙে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তৈরি হয়েছিল।

আরও পড়ুন-মধ্যপ্রদেশের বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে আটজন

এবার উত্তর ২৪ পরগনা জেলাকে তিনটি জেলায় ভাগ করল সরকার। ফলে দেশের সব থেকে বড় জেলার তকমা হারাল উত্তর ২৪ পরগনা। তবে এই ভাঙন সাধারণ মানুষের জন্য ভালই হল বলে মনে করছে রাজনৈতিক ও বিশেষজ্ঞ মহল। প্রশাসনিক সূত্রে খবর, বসিরহাট আলাদা জেলা হিসেবে কাজ করার পরিকাঠামো তৈরি। বনগাঁর পরিকাঠামো কাজ শুরু হয়েছে।

Latest article