একুশের মঞ্চে পাহাড়ের গান

এরপর অনিত থাপার উদ্যোগেই নেপালি গানের সুরেই বাংলা গান তৈরি হয়। মুখ্যমন্ত্রীকে সেই গান উপহার দেন জিটিএ-র চিফ এগজিকিউটিভ।

Must read

প্রতিবেদন : একুশের মঞ্চে পাহাড়ের গান। জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছিলেন নেপালি গানটি। সুরটি খুব পছন্দ হয় তাঁর। এরপরই তিনি গানটির বিষয়ে বলেন অনিত থাপাকে। জানা গিয়েছে, কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার সময় অনিত থাপা ছিলেন মুখ্যমন্ত্রীর গাড়িতে। তখনই ওই গানটির কথা অনিতকে বলেন তিনি।

আরও পড়ুন-দেউচার আদিবাসী শিল্পীরা আসছেন ২১শে

এরপর অনিত থাপার উদ্যোগেই নেপালি গানের সুরেই বাংলা গান তৈরি হয়। মুখ্যমন্ত্রীকে সেই গান উপহার দেন জিটিএ-র চিফ এগজিকিউটিভ। ৩ মিনিট ৫৪ সেকেন্ডের এই বাংলা গানের সংগীত পরিচালক রূপেশ রাসাইলি, যিনি মূল নেপালি গানের সংগীত পরিচালক। বাংলা গানটি লিখেছেন খগেন্দ্র মাঙ্গরাটি। বাংলায় গান গাওয়ার জন্য শিলিগুড়ি ও জলপাইগুড়ি থেকে আনা হয় দু’জন গায়ককে। রবিবারই কার্শিয়াঙের স্টুডিওয় রেকর্ড করা হয়েছে বাংলা গান। মুখ্যমন্ত্রীর কাছে পাহাড়িয়া সুরের এই গান পৌঁছে দিতে চান অনিত থাপা।

Latest article