জ্বর নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সম্প্রতি ৩১শে আগস্ট মুম্বাইতে বিরোধীদের ভারত জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন।

Must read

কংগ্রেস (Congress) সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) হালকা জ্বরের উপসর্গ নিয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং বর্তমানে স্থিতিশীল। হাসপাতাল সূত্র খবর, গুরুতর কোন সমস্যা নেই তবে চিকিৎসা চলবে।

আরও পড়ুন-বিশাখাপত্তনমের সেই হস্টেলে ঘটনার পুনর্নির্মাণ তদন্তকারীদের, রীতির মৃত্যুরহস্যের তদন্তে বাংলার পুলিশ

এর আগে, ২০২৩ সালে সোনিয়া গান্ধীকে এই নিয়ে দুইবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একটি ভাইরাল শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসার জন্য গত ১২ই জানুয়ারী, ২০২৩ তাঁকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ১৭ই জানুয়ারী, ২০২৩ হাসপাতাল থেকে ছাড়া পান। জ্বরের কারণে ২রা মার্চ, ২০২৩ সোনিয়া গান্ধীকে আবার একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুন-রোহিতের উইকেট পেয়ে খুশি : শাহিন

কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সম্প্রতি ৩১শে আগস্ট মুম্বাইতে বিরোধীদের ভারত জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন। তিনি সেখানে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সাথে ছিলেন।

Latest article