পুলিশের প্রশ্নে চুপসে গেলেন সৌমেন্দু

২০১৮ সালে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন সৌমেন্দু। এ-ছাড়া লন্ডনে ক্রিকেট বিশ্বকাপও দেখতে গিয়েছিলেন তিনি।

Must read

প্রতিবেদন : একাধিক দুর্নীতিতে অভিযুক্ত তিনি। এরই মধ্যে ফের সামনে এল আরও বিস্ফোরক অভিযোগ। সূত্রের খবর, শুক্রবার কাঁথি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীকে জেরায় উঠে এল বিস্ফোরক সব তথ্য। কাঁথিতে সৌমেন্দুর নামে এবং বেনামে প্রচুর জমি, ফ্ল্যাট ও অন্যান্য সম্পত্তি মিলিয়ে প্রায় শতাধিক স্থাবর সম্পত্তি রয়েছে বলেই প্রমাণ পাওয়া গিয়েছে। পুলিশের কাছে এ সংক্রান্ত তথ্য এসেছে। সেই সব তথ্য এখন খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-প্রস্তুতি তুঙ্গে, আজ শোভাযাত্রা কলকাতার রাজপথে

২০১৮ সালে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন সৌমেন্দু। এ-ছাড়া লন্ডনে ক্রিকেট বিশ্বকাপও দেখতে গিয়েছিলেন তিনি। তাঁর বিদেশ ভ্রমণের সব তথ্যই এখন তদন্তে স্ক্যানারের নিচে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার কাঁথি থানায় প্রায় দশ ঘণ্টারও বেশি পুলিশি জেরার মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী। জেরার পর রাত আটটা নাগাদ প্রায় বিধ্বস্ত অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে কাঁথি থানা ছাড়েন একদা দাপুটে পুরপ্রধান। জেরার পর পুলিশ অবশ্য কিছু জানায়নি। তবে সূত্রের খবর, এদিন পুলিশের প্রশ্নের মুখে কার্যত দিশেহারা হয়ে পড়েন সৌমেন্দু। বেশির ভাগ প্রশ্নেরই কোনও উত্তর ছিল না তাঁর কাছে।

আরও পড়ুন-বলি থেকে টলি বয়কট ট্রেন্ডে নাকাল সবাই

সারদার লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, ত্রিপল চুরি, টেন্ডার ছাড়াই কলেজ বিল্ডিং তৈরির অনুমোদন, শ্মশানের জমিতে বেআইনি স্টল বণ্টন-সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা চলছে আদালতে। সেই মামলায় আদালতের নির্দেশ ছিল, তাঁকে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। সেই নির্দেশ মেনেই এদিন হাজিরা দেন সৌমেন্দু। তাঁকে আগামী ১০ তারিখ সোমবার ফের তলব করা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে কাঁথি থানার আইসি ম্যারাথন জেরা করেন সৌমেন্দুকে। অভিযোগ, কাঁথি পুরসভায় চেয়ারম্যান থাকাকালীন ২০১৭–’১৯ সালের মধ্যে ‘গ্রিন সিটি মিশন’ প্রকল্পে শহরের সৌন্দর্যায়ন এবং এলইডি লাইট বসানোর নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে গত ডিসেম্বরে কাঁথির করকুলির বাসিন্দা পল্লব দত্ত অভিযোগ করেন।

আরও পড়ুন-মেক্সিকোতে বন্দুকবাজের হানা, মৃত মেয়র-সহ ১৮

সেই অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ) শ্বেতা আগরওয়াল এবং অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) মানব সিংলার নেতৃত্বে ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্তে কোটি কোটি টাকার বেনিয়মের অভিযোগ উঠে। এই মামলায় অধিকারী পরিবারের ঘনিষ্ঠ কাঁথি পুরসভার প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চুয়ান ও কাঁথি ভূমি ও ভূমি সংস্কার দফতরের মুহুরি ভরত প্রধানকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। তাদের জেরা করে বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে। তারপরেই সৌমেন্দুকে নোটিশ ধরায় কাঁথি থানা।

Latest article