গতি গুরুত্বপূর্ণ কিন্তু সব কিছু নয়, উমরান নিয়ে সতর্কবার্তা ম্যাকগ্রার

Must read

বেঙ্গালুরু, ২৪ এপ্রিল : চলতি আইপিএলে তরুণ ভারতীয় পেসারদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত কিংবদন্তি অস্ট্রেলীয় পেসার গ্লেন ম্যাকগ্রা। প্রসিধ কৃষ্ণর চাপ সামলানোর ক্ষমতা দেখে যেমন প্রশংসা করছেন, তেমনই প্রতিশ্রুতিমান উমরান মালিককে সতর্কও করে দিচ্ছেন প্রাক্তন অস্ট্রেলীয় তারকা।

এবারের আইপিএলে (IPL) বল হাতে গতির তুফান তুলেছেন উমরান মালিক। জম্মু ও কাশ্মীরের তরুণ ভারতীয় ফাস্ট বোলারের গতি চমকে দিচ্ছে বিশেষজ্ঞদের। ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪৫-১৫০ কিলোমিটার গতিতে বল করছেন উমরান। কিন্তু ম্যাকগ্রা বলছেন, ‘‘আমি মনে করি, গতি অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সেটাই সব কিছু নয়। নিশ্চয় চাইব না দেড়শো কিলোমিটার গতিতে লেগ স্টাম্পের বাইরে বল করে যেতে অথবা অফ স্টাম্পের অনেক বাইরে ওয়াইড লেংথে বল রাখতে। তাই গতির পাশাপাশি সেই নিয়ন্ত্রণটাও দরকার।’’ এর পর ম্যাকগ্রার সংযোজন, ‘‘যদি একজন বোলার এই গতিতে বল করে তার কেরিয়ার দীর্ঘায়িত হোক, এই আশাই আমরা করি। আমি নিশ্চিত, বিসিসিআই নির্বাচকরা উমরানকে নিয়ে খুব আগ্রহী হবে। যেখানে নিজেদের দেশের একজন বোলার এই গতিতে বল করছে।’’

আভেশ খান ও প্রসিধের আইপিএল (IPL) বোলিংয়েরও প্রশংসা করেছেন ম্যাকগ্রা। কিংবদন্তি অস্ট্রেলীয়র অধীনে বেঙ্গালুরুর এমআরএফ পেস ফাউন্ডেশনের নেটে বোলিংও করেছেন প্রসিধ। ম্যাকগ্রা বলেন, ‘‘আভেশ আর প্রসিধ উঠে আসছে। আমি পছন্দ করি প্রসিধের মানসিকতা। মানসিকভাবে ও খুব শক্তিশালী। দিল্লির বিরুদ্ধে ১৯তম ওভারটা দুর্দান্ত করেছে। ও যে চাপ সামলাতে পারে, সেটা দেখাচ্ছে।’’

Latest article