এসএসসির নিয়োগ-নোটিশ ১৪ নভেম্বর, উৎসাহ সর্বত্র

Must read

প্রতিবেদন : চাকরিপ্রার্থীদের দাবিদাওয়ার মাঝেই উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। কমিশন সূত্রে খবর, আগামী ১৪ নভেম্বর নিয়োগ সংক্রান্ত নোটিশ আপলোড করা হবে। এই নোটিশ দেওয়ার সাত দিন পর থেকে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ১৫৮৫ জনকে ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া হবে। নিয়ম ভেঙে যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের চিহ্নিত করে চাকরি বাতিল করার নির্দেশ দেয় কোর্ট।  ইতিমধ্যেই ২০ জনের চাকরি বাতিল করা হয়েছে। আদালতে হলফনামা দিয়ে সেকথা জানিয়েও দিয়েছে এসএসসি। নবম-দশমে এ ধরনের মোট ১৮৩ জনের নিয়ম-বহির্ভূত নিয়োগের তথ্য পেয়েছে এসএসসি (School Service Commission)। আদালত নির্দেশ দেওয়ার পর এতদিন কেটে গেলেও, তাঁদের মধ্যে কেউ এখনও স্বেচ্ছায় পদত্যাগ করেননি।

আরও পড়ুন-বিজয়া করলেন কুণাল, বিজেপিকে তোপ তাপসের

Latest article