ডেঙ্গি প্রতিরোধে সতর্কতা রাজ্যে

Must read

প্রতিবেদন : কলকাতা, হাওড়া-সহ রাজ্যের ১২টি পুরসভা এলাকায় ডেঙ্গি (Dengue) পরিস্থিতি উদ্বেগজনক। চলতি বছরে এ পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১০৪ জন। যার সিংহভাগ ওই সব পুর এলাকার বাসিন্দা। বিষয়টি নিয়ে নবান্নে রিপোর্ট পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। বলা হয়েছে, জ্বর এলেই ডেঙ্গি (Dengue) পরীক্ষা করার জন্য। নোংরা ও জল জমিয়ে রাখা চলবে না। টাঙাতে হবে মশারি। প্রশাসনের পক্ষ থেকে মারা হচ্ছে লার্ভা, দেওয়া হচ্ছে স্প্রে, ধোঁয়া, ফিনাইল। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের রাজধানী, হাওড়া-সহ রাজ্যের ১২টি পুরসভা এলাকায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। এই তালিকায় রয়েছে বিধাননগর, বালি, পানিহাটি, কামারহাটি, আসানসোল, রাজপুর, সোনারপুর, টিটাগড়, রিষড়া এবং ইংরেজবাজার, শিলিগুড়ি। গ্রামীণ অঞ্চলের ১৬টি ব্লকেও রয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। সব মিলিয়ে রীতিমতো সতর্ক স্বাস্থ্য দফতর। জেলাশাসকদের সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও এলাকা জুড়ে চালানো হচ্ছে সাফাই অভিযান ও সতর্কীকরণ। এলাকা জুড়ে করা হচ্ছে স্প্রে। জ্বর এলেই ডেঙ্গি পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: দুর্গাপুর মহকুমা হাসপাতালে নতুন ডায়ালিসিস ইউনিট

Latest article