নজরে বাইচুং

Must read

প্রতিবেদন : বাইচুং ভুটিয়াকে (Bhaichung Bhutia) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে দেখতে চান প্রাক্তন ফুটবলাররা। নতুন সংবিধান অনুযায়ী এআইএফএফের কর্মসমিতিতে ৩৬ জন প্রাক্তন ফুটবলার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এঁদের মধ্যে যে কেউ প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন। তাই বাইচুংয়ের ক্ষেত্রে কোনও সমস্যা নেই। প্রাক্তন ফুটবল তারকা ব্রুনো কুটিনহো এই প্রসঙ্গে বলেন, ‘‘বাইচুংয়ের (Bhaichung Bhutia) মতো কোনও ফুটবলার ফেডারেশনের সভাপতি হলে ভারতীয় ফুটবলের জন্য ভাল হবে। তবে ও নিজে নির্বাচনে লড়তে চায় কিনা, সেটা দেখতে হবে।’’ জাতীয় দলের আরেক প্রাক্তন তারকা রেনেডি সিংয়ের বক্তব্য, ‘‘এতজন প্রাক্তন ফুটবলারকে কমিটিতে রাখার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আশা করি, প্রাক্তনরা বাইচুংকেই সমর্থন করবেন।’’

আরও পড়ুন: আজ এশিয়া কাপের দল, ফিরছেন বিরাট ও রাহুল

Latest article