ওভারলোডিং থেকে রেকর্ড আয় রাজ্যের

Must read

প্রতিবেদন : বাণিজ্যিক গাড়ির ক্ষমতার অতিরিক্ত পণ্য পরিবহণ বা ওভার লোডিং আটকাতে রাজ্য সরকার (West Bengal Govt) কঠোর নজরদারি চালাচ্ছে। এর ফলে এই খাতে লক্ষণীয় ভাবে বেড়েছে জরিমানা আদায়ের পরিমাণ। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, রাজ্যের সমস্ত রাজ্য এবং জাতীয় সড়ক ও প্রধান রাস্তাগুলিতে মোটরযান পরিদর্শক ও পুলিশ লাগাতার নজরদারি চালাচ্ছে। এর ফলে ওভার লোডিং ও সঠিক কাগজপত্র ছাড়া পণ্য পরিবহণের খাতে জরিমানা আদায়ের হার চলতি আর্থিক বছরে সর্বকালীন রেকর্ড স্পর্শ করার প্রত্যাশা করা হচ্ছে। চলতি আর্থিক বছরের অক্টোবর মাস পর্যন্ত পরিবহণ দফতর ৫ লক্ষ ৪০ হাজারের বেশি গাড়ি পরীক্ষা করেছে। ওভার লোডিং ও অন্যান্য বিধিভঙ্গের কারণে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৯৮ কোটি টাকা। তার মধ্যে শুধু মাত্র ওভার লোডিংয়ের ১১ হাজারের বেশি গাড়ির মালিকের কাছ থেকে ৮৮ কোটি টাকার কাছাকাছি জরিমানা আদায় করা হয়েছে। চলতি আর্থিক বছরে এই জরিমানা আদায়ের হার ২০০ কোটি টাকা স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে। যা সর্বকালীন রেকর্ড হতে চলেছে। কোভিডকালে ২০২০-’২১ আর্থিক বছর থেকেই নিয়ম ভাঙা গাড়ির বিরুদ্ধে নজরদারি ও জরিমানা আদায়ের হার বেড়েছে বলে পরিবহন দফতরের পরিসংখ্যান বলছে। ২০-২১ আর্থিক বছরে পরিবহণ দফতর ৩ লক্ষ ৬৪ হাজারের কিছু বেশি গাড়ি পরীক্ষা করে ৭৮ কোটি টাকা জরিমানা আদায় করেছে। গত ২২-২৩ আর্থিক বছরে সাড়ে সাত লক্ষের কাছাকাছি গাড়ি পরীক্ষা করে জরিমানা আদায় হয়েছে ১৬৭ কোটি টাকারও বেশি। যার মধ্যে ২২ হাজারের বেশি গাড়িকে জরিমানা করা হয়েছে শুধুমাত্র ওভারলোডিংয়ের কারণে। স্নেহাশিস চক্রবর্তী বলেন, কর না বাড়িয়েও পরিবহণ দফতর (West Bengal Govt) আয় বাড়াতে পারে। আমরা সেই পরিকল্পনাই করেছি। মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে যা করণীয় তা করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন- আদিম পৃথিবীর ডাইনোসরেরা

Latest article