একুশের প্রস্তুতি রাজ্য জুড়ে

প্রতিবারের মতো এবারও মূল মঞ্চের পাশে থাকছে আরও দুটি মঞ্চ। মঞ্চ তৈরির পাশাপাশি রাজ্য জুড়ে চলছে সমাবেশের প্রচার।

Must read

প্রতিবেদন : হাতে আর মাত্র ৪ দিন। শুক্রবার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের সমাবেশ। আপাতত চলছে তারই প্রস্তুতি। কয়েকদিন আগেই শুরু হয়ে গিয়েছে মঞ্চ তৈরির কাজ। সভাস্থল সাজানোর কাজও চলছে পুরোদমে। প্রতিবারের মতো এবারও মূল মঞ্চের পাশে থাকছে আরও দুটি মঞ্চ। মঞ্চ তৈরির পাশাপাশি রাজ্য জুড়ে চলছে সমাবেশের প্রচার।

আরও পড়ুন-তদন্ত এবং দৈনন্দিন অপারেশনে এবার অত্যাধুনিক প্রযুক্তি, কলকাতা পুলিশে কৃত্রিম বুদ্ধিমত্তা

পঞ্চায়েত নির্বাচনে বিরাট জয়ের পর এবার একুশের সমাবেশে রেকর্ড ভিড় হতে চলেছে বলেই মনে করছেন দলীয় নেতারা। সেই লক্ষ্যেই জেলায় জেলায় চলছে প্রচার সভা। দিন দু’য়েক আগে থেকেই জেলার প্রতিনিধিরা চলে আসবেন কলকাতায়। তার জন্য প্রতিবারের মতো এবারও শিয়ালদহ ও হাওড়া স্টেশনে থাকছে নানা ব্যবস্থা। তৈরি হচ্ছে অস্থায়ী শিবির। যেখানে থাকা, খাওয়া করবেন জেলা থেকে আগত কর্মী, সমর্থকরা। দায়িত্বপ্রাপ্ত নেতারা আলাদা আলাদা করে সেই সব ব্যবস্থা করছেন। এদিকে পুলিশও নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা করছে।

আরও পড়ুন-সরব দেবাংশু

সমাবেশের জন্য শহরের বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। আগের দিন রাত থেকেই মাঠে নামবে কলকাতা পুলিশ। রাত থেকেই মধ্য কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। সমাবেশের দিন সাধারণ মানুষকে মধ্য কলকাতা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন, এবারের সমাবেশকে পঞ্চায়েত ভোটে নিহত কর্মীদের স্মরণে শ্রদ্ধাদিবস হিসাবে পালন করা হবে। সমাবেশের প্রচারেও এই বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Latest article