ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল আইফেল টাওয়ার!

Must read

আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল প্যারিসের আইফেল টাওয়ার (Eiffel Tower)। এই নিয়ে গত দুমাসে দুবার বন্ধ করা হল। কর্মী ধর্মঘটের জেরে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ বন্ধ করে দেওয়া হল। টাওয়ারের অপারেটর এসইটিই তাদের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, সোমবার আইফেল টাওয়ার পরিদর্শন ব্যাহত হবে। দর্শনার্থীদের সফর স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে ওয়েবসাইটে নজর রাখতেও বলা হয়েছে। কারণ কোনও আপডেট আসলে সেখানেই দেখা যাবে। পাশাপাশি ই–টিকিটধারীদের তথ্যের জন্য তাদের ই–মেল চেক করতে বলা হয়েছে।

আরও পড়ুন- ভয়াবহ পথ দুর্ঘটনা বিহারে, মৃত ৮

আইফেল টাওয়ার (Eiffel Tower) দেখতে বছরে প্রায় ৭০ লক্ষ দর্শকের সমাগম হয়। যার প্রায় ৩ চতুর্থাংশ বিদেশি। এদিকে চলতি বছরে অলিম্পিক প্যারিসে হবে। সেই কারণে আইফেল টাওয়ারে দর্শনার্থীদের সংখ্যা আরও বহুগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যেই আইফেল টাওয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল।

Latest article