শিন্ডে শিবিরে জোর ধাক্কা

কেন্দ্রের বিজেপি সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন একনাথ শিন্ডেকে প্রকৃত শিবসেনা বলে ঘোষণা করেছিল।

Must read

প্রতিবেদন : কেন্দ্রের বিজেপি সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন একনাথ শিন্ডেকে প্রকৃত শিবসেনা বলে ঘোষণা করেছিল। তারপরই শিবসেনার যাবতীয় সম্পত্তি দখল করতে গিয়ে সুপ্রিম কোর্টে কার্যত ঘাড় ধাক্কা খেলেন শিন্ডে। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার (ইউবিটি) কাছে থাকা সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি শিন্ডে গোষ্ঠীকে হস্তান্তরের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশ শিন্ডে শিবিরের কাছে বড় ধাক্কা বলে মনে করছে আর রাজনৈতিক মহল। আশিস গিরি নামে মুম্বইয়ের এক আইনজীবী মামলাটি দায়ের করেছিলেন। শুক্রবার সুপ্রিম কোর্ট আবেদনটি প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন-তদন্ত শেষ না করে চার্জশিট নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিমার বেঞ্চে বিষয়টি তালিকাভুক্ত করা হয়েছিল। উদ্ধব ঠাকরে গোষ্ঠীর কাছে থাকা শিবসেনার স্থাবর বা অস্থাবর সম্পত্তি হস্তান্তর করার জন্য নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে আবেদনটি দায়ের করা হয়েছিল। কিন্তু শীর্ষ আদালত এদিন সেই আবেদনটি সরাসরি খারিজ করে দেয়। প্রধান বিচারপতি স্বয়ং আশিসের অধিকার নিয়ে প্রশ্ন তোলেন।

Latest article