BSF ইস্যুতে প্ররোচনা ছড়াচ্ছেন রাজ্যপাল, সংযত হতে বলে কড়া চিঠি সুখেন্দুশেখরের

Must read

প্রতিবেদন: বিএসএফের এক্তিয়ার ইস্যুতে বাংলার রাজ্যপাল প্ররোচনা ছড়াচ্ছেন। একজন রাজ্যপাল হিসেবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও নিয়ম মেনে চলা উচিৎ জগদীপ ধনকড়ের। রাজ্যপালকে কড়া চিঠি দিয়ে বললেন সাংসদ সুখেন্দুশেখর রায়।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গিয়ে বিএসএফ নিয়ে সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপার ও থানার ওসিদের সতর্ক করে দিয়েছিলেন। তা নিয়েও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বেনজিরভাবে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেন রাজ্যপাল। কটাক্ষের সুরে লেখা সেই চিঠি আদৌ রাজ্যপালের পদের গরিমার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এছাড়া আইনশৃঙ্খলা একান্তই রাজ্যের বিষয়, তা নিয়েও বারবার নাক গলানোর চেষ্টা করে থাকেন রাজ্যপাল।

আরও পড়ুন : Mamata Banerjee: রোমের পর মমতার নেপাল যাওয়ার ছাড়পত্র দিল না কেন্দ্র

এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় চিঠি দিয়ে ধনকড়কে তাঁর এক্তিয়ার ও সীমারেখা মনে করিয়ে দিয়েছেন। বলেছেন, সীমান্তরক্ষার মত গুরুত্বপূর্ণ বিষয় এটি। বিএসএফ, সিআরপিএফকে যে কাজ করতে হয় তা নিয়ে রাজ্যপালের মত পদে বসে মন্তব্য করার আগে ভাবনাচিন্তা করা দরকার। রাজ্যের পুলিশের কাজকর্ম নিয়ে রাজ্যপালের কোনও মন্তব্য করা সাজে না।

দেশের সাংবিধানিক কাঠামো মেনেই সকলের যে কাজ করা উচিৎ তাও রাজ্যপালকে মনে করিয়ে দিয়ে সুখেন্দুশেখর লিখেছেন, ভবিষ্যতে পুলিশবাহিনী বা অন্য কোনও ধরনের ফোর্স সম্পর্কে প্ররোচনামূলক মন্তব্য করার আগে তাঁর ভাবা উচিৎ এতে বাহিনীর উপর কী প্রভাব পড়তে পারে।

Latest article