“ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়ানোর টাকা নেই কেন্দ্রের কাছে” ক্ষোভ মমতার

সোমবার রামপুরহাটে নিহতদের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দেওয়া অনুষ্ঠান ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

ইউক্রেন ফেরত পড়ুয়াদের এ রাজ্যে পড়ানোর সুযোগ করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। কিন্তু কেন্দ্রীয় সরকার এই বেদনাদায়ক বিষয় নিয়েও চূড়ান্ত অসহযোগিতা করছে বলে সোমবার নবান্নে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী(chief minister)। তিনি জানালেন, ইউক্রেন(Ukraine) ফেরত পড়ুয়াদের রাজ্যে পড়াতে চেয়ে কেন্দ্রের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। তবে মোদি সরকার(Modi govt) তার কোনো উত্তর দেয়নি।

আরও পড়ুন-প্রতিশ্রুতি অনুযায়ী বগটুইয়ে নিহতদের পরিবারের ১০জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার রামপুরহাটে নিহতদের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দেওয়া অনুষ্ঠান ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের প্রসঙ্গ তুলে কড়া ভাষায় মোদি সরকার তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ইউক্রেন থেকে রাজ্যে ফেরা পড়ুয়াদের পড়াতে কেন্দ্রের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু কোনও উত্তর কেন্দ্র দেয়নি। ভারত সরকারের উচিত ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়াশোনার ব্যবস্থা করা।” \

আরও পড়ুন-‘সিবিআই -ইডি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি’ ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

তিনি আরও বলেন, “ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়ানোর টাকা নেই কেন্দ্রের কাছে।” পাশাপাশি তিনি এও জানান, “ইউক্রেন থেকে জীবন হাতে নিয়ে ফিরে আসা বাংলার পড়ুয়াদের জন্য কোনও টাকা চাই না। তাদের পড়াশোনার ব্যবস্থা করুক কেন্দ্র। তবে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনো রকম সদুত্তর দিচ্ছে না।”

Latest article