বাহিনী মোতায়েনে তালিকা দিল কমিশন

কলকাতা হাইকোর্টের নির্দেশমতো পঞ্চায়েত ভোটে ৮০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।

Must read

প্রতিবেদন : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠির জবাবে রাজ্য নির্বাচন কমিশন পাল্টা চিঠি দিয়ে পঞ্চায়েত নির্বাচনে জেলাওয়ারী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ‘ব্লু প্রিন্ট’ তাদের পাঠিয়েছে। কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকবে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশমতো পঞ্চায়েত ভোটে ৮০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন-দেশের ৮০ শতাংশ এলাকাতেই ঢুকে গিয়েছে বর্ষা

সেই মোতাবেক কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্যের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। যার মধ্যে দুদফায় ২২ কোম্পানি ও ৩১৫ কোম্পানি বাহিনী অনুমোদন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যার মধ্যে ২২ কোম্পানি বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। বাকি ৩১৫ কোম্পানি মোতায়েনের পরিকল্পনার কথাই আজ স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ ও বাঁকুড়ায় সর্বাধিক ২৬ কোম্পানি ও ২৪ কোম্পানি বাহিনী মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানে ২০ কোম্পানি, হুগলিতে ১৮ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনায় ১৮ কোম্পানি, কোচবিহারে ১২ কোম্পানি, দার্জিলিংয়ে ৬ কোম্পানি, উত্তর দিনাজপুরে ৩ কোম্পানি, আলিপুরদুয়ারে ৬ কোম্পানি বাহিনী মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন-হাওড়ায় পঞ্চায়েতের প্রচারে অভূতপূর্ব সাড়া

সেইসঙ্গে এদিনই কমিশন বাকি ৪৮৫ কোম্পানির জন্য আরও একবার তাগাদা চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। কমিশনের দফতর থেকে বেরনোর সময়ে এদিন বাহিনী মোতায়েনের ব্যাপারে নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রতি মুহূর্তেই বাহিনী নিয়ে আলোচনা চলছে। এখানে আমরা বৈঠক করছি। দিল্লিতে চিঠি পাঠাচ্ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব বন্দোবস্ত করা হচ্ছে।’

Latest article