চিতার খোঁজে উড়ল ড্রোন

Must read

সংবাদদাতা,আলিপুরদুয়ার : এক সপ্তাহ ধরে চিতাবাঘের আতঙ্কে দিন কাটছে ফালাকাটা ব্লকের ধনিরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাইটারি এলাকার মানুষের। জানা গিয়েছে, শনিবার সকালে এলাকায় একটি চিতাবাঘ দেখতে পান বলে গ্রামবাসীরা দাবি করেন। খবর পেয়ে পৌঁছন দলগাঁও রেঞ্জের বনকর্মীরা। চিতাবাঘ ধরতে ছাগলের টোপ দিয়ে খাঁচাও পাতেন তাঁরা। তবে প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও ধরা পড়েনি সেই চিতাবাঘ (Leopard)। ভুট্টাখেতে দুটি চিতার শাবক দেখার দাবি করলেও বন দফতেরে পক্ষে রবিবার এলাকায় ড্রোন দিয়ে নজরদারি চালিয়েও কোনও চিতাবাঘ (Leopard) নজরে আসেনি। তবে সপ্তাহখানেক খাঁচা পেতে নজরদারি চলবে বলে জানান রেঞ্জ অফিসার অশেষ পাল।

Latest article