উন্নয়নের নিরিখে মিলল জাতীয় পর্যায়ের স্বীকৃতি

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চিন্তাভাবনার প্রতিফলন ঘটছে বাংলার পঞ্চায়েতগুলোর কাজে। পঞ্চায়েত স্তরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে ব্যাপক উন্নতি ঘটছে পঞ্চায়েত এলাকায়। জেলার বিভিন্ন পঞ্চায়েত সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সরকারি প্রকল্পের কাজ করে চলেছে। মূল্যায়নের নিরিখে সেই কাজের স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে কেন্দ্র। এবার জাতীয় স্তরে নিজেদের উন্নত কাজের পুরস্কার পেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ ব্লকের গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। মূলত উন্নয়ন পরিকল্পনায় উন্নত চিন্তাভাবনা রূপায়নের জন্যই পুরস্কৃত হলেন এই পঞ্চায়েত কর্তৃপক্ষ। রবিবার জাতীয় স্তরের এই পুরস্কার পঞ্চায়েতের হাতে তুলে দিতে জেলা প্রশাসনের তরফ থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠান হয়। গোয়ালপোখর ব্লক অফিস চত্বরে আয়োজিত সেই অনুষ্ঠানে গোয়াগাঁও ২ গ্রাম পঞ্চায়েত কর্তাদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন মন্ত্রী গোলাম রব্বানি ও জেলাশাসক অরবিন্দকুমার মিনা। পুরস্কারপ্রাপ্তিতে স্বাভাবিকভাবেই খুশি এই পঞ্চায়েতের কর্মী ও স্থানীয় মানুষজন। প্রসঙ্গত, বিভিন্ন পঞ্চায়েত সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সরকারি প্রকল্পের যে কাজ করে জেলা প্রশাসনের তরফে সেগুলির নিয়মিত পর্যালোচনা ও পর্যবেক্ষণ করা হয়। জেলাশাসক অরবিন্দকুমার মিনা বলেন, ‘পঞ্চায়েতের কাজের নিরিখে আমরা সবসময় মূল্যায়ন করে থাকি। সেই রিপোর্ট জাতীয় স্তরে পাঠানোর পরেই এই সম্মান দেওয়া হয়।’ অন্যদিকে এই সম্মানলাভের জন্য এই পঞ্চায়েতের সব সদস্য ও কর্মীদের অভিনন্দন জানান মন্ত্রী গোলাম রব্বানি। তিনি বলেন, ‘ভাল কাজের জন্য পুরস্কার পেয়েছেন গোয়াঁগাও ২ নং পঞ্চায়েত কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সকলকে শিখিয়েছেন কীভাবে উন্নয়ন কাজ করতে হয়। উনি যদি এই বয়সে নিজের কাজে অবিচল থাকেন, তাহলে তাঁর অনুগামীরা কেন পারবে না! এই পঞ্চায়েতের কর্মকর্তা ও কর্মীদের মিলিত পরিশ্রমের ফলেই এসেছে এই সাফল্য। সকলকে শুভেচ্ছা জানাই।’

Latest article