বিচ্ছিন্ন উত্তর সিকিমকে সেতু গড়ে জুড়ে দিল ভারতীয় সেনা

সেনার তৈরি এই বেইলি ব্রিজের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার। উদ্বোধনের পরে পরেই সেতু দিয়ে ত্রাণ নিয়ে গাড়ি বিধ্বস্ত এলাকাগুলোয় রওনা হয়েছে

Must read

প্রতিবেদন : বিচ্ছিন্ন উত্তর সিকিম আবার জুড়ল মূল ভূখণ্ডের সঙ্গে। দুর্যোগে ভেঙে পড়েছিল যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘ ৪৪ দিন পরে অবশেষে যোগাযোগ স্থাপন করা গিয়েছে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে। ভারতীয় সেনার ত্রিশক্তি কোর এবং বিআরও-র যৌথ চেষ্টায় চুংথাংয়ে ধ্বংসস্তূপের উপর সেতু নির্মাণ করা গিয়েছে। ফলে আবার স্বাভাবিক হয়েছে যান-চলাচল।

আরও পড়ুন-সুইপ ভালই মারতাম : বেকহ্যাম

সেনার তৈরি এই বেইলি ব্রিজের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার। উদ্বোধনের পরে পরেই সেতু দিয়ে ত্রাণ নিয়ে গাড়ি বিধ্বস্ত এলাকাগুলোয় রওনা হয়েছে। গত ৩ অক্টোবর সিকিমে ভয়ঙ্কর হড়পা বান নেমে আসে। প্রবল জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে যায় সব কিছু। ভেঙে পড়ে সেতু, ধসে যায় রাস্তাঘাট, ভেঙে পড়ে বাড়ি। বিপুল ক্ষতি হয় পর্যটন শিল্পের। সিকিমের বাকি অংশে যাওয়া গেলেও উত্তর সিকিম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেনাবাহিনী ছোট ছোট বেইলি সেতু তৈরি করে কোনও রকমে উদ্ধারকাজ ও ত্রাণ পাঠানোর কাজ করতে থাকে।

আরও পড়ুন-একশো দিনের কাজের বকেয়ার, দাবিতে দিনহাটার প্রতি ব্লকে মিছিল

তবে তাদের কাছে চুংথাং থেকে উত্তর সিকিম পর্যন্ত সেতু তৈরিই ছিল বড় চ্যালেঞ্জ। সেটা হয়ে যাওয়ায় সবাই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। পর্যটকেরা খবর পেয়ে আশাবাদী। শীত পড়ার মুখে অনেকেই সিকিম ঘুরতে যেতে চান। সিকিমের সড়কমন্ত্রী সমডুম লেপচা সেতুটির উদ্বোধন করেন। আপাতত সেতু দিয়ে একমুখী যান চলাচল করবে।

Latest article