নতুন বিদেশি নিয়ে ধীরে চলো নীতি, ইস্টবেঙ্গলে শুরু হচ্ছে যোগা ক্লাস

রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় না এলেও দলের খেলায় উন্নতির ছাপ থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে

Must read

প্রতিবেদন : অষ্টম আইএসএলে ছ’টি ম্যাচ খেলে ফেলেও জয় অধরা এসসি ইস্টবেঙ্গলের। রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় না এলেও দলের খেলায় উন্নতির ছাপ থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে ম্যানুয়েল দিয়াজের দলে। এই মাচে হারলে নতুন বিদেশি আনার প্রচেষ্টা জোরদার হতে পারত। লগ্নিকারী সংস্থার কর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছে, নতুন বিদেশি নিয়োগ নিয়ে আপাতত ধীরে চলো নীতি নেওয়া হচ্ছে। কোচের উপরও আস্থা রাখা হচ্ছে।

আরও পড়ুন-ডায়মন্ড হারবার এমপি কাপ, ফলতায় ম্যাচ উদ্বোধনে প্রাক্তনরা

রবিবারের ম্যাচ দেখার পর ম্যানেজমেন্টের এখন মনে হচ্ছে, চোটমুক্ত ফিট প্লেয়ারদের পাওয়া গেলে পরিস্থিতির উন্নতি হবে। দল আরও ভাল খেলবে। কেরল ম্যাচে দল ভাল খেলেও রক্ষণের ভুলে জিততে পারেনি। কোচ রক্ষণে নতুন ফুটবলার নেওয়ার কথা বললেই এগোনো হবে। তার আগে ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখার প্রস্তুতিও শুরু করে দিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। চিমা, হাওকিপদের মনঃসংযোগ বাড়াতে যোগা ক্লাস করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বড়দিন, নতুন বছরের উৎসবের সময় ১১ দিন ম্যাচ নেই। সেই সময় দিয়াজের ছাত্রদের যোগা প্রশিক্ষকের কাছে সময় দিতে হতে পারে।

আরও পড়ুন-চোট, টেস্ট সিরিজে নেই রোহিত

এদিকে, পারফরম্যান্স না থাকলেও প্রতি ম্যাচে খেলানো হচ্ছে রাজু গায়কোয়াড়কে। এই নিয়ে লাল-হলুদ কোচের বক্তব্য, ‘‘দলের যা অবস্থা, তাতে রাজুকে খেলানো ছাড়া উপায় নেই। প্রতি ম্যাচেই ভুল হচ্ছে।’’

Latest article