বইমেলায় অগ্নিকাণ্ড রুখতে পদক্ষেপ রাজ্য প্রশাসনের, কী বললেন মেয়র?

Must read

কলকাতা বইমেলা (Kolkata Book Fair 2023) প্রাঙ্গণে আর আগুন জ্বেলে আর রান্না করা যাবে না। কলকাতা পুরসভায় স্টলে একটি অনুষ্ঠানে একথা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

বইমেলায় (Kolkata Book Fair 2023) অগ্নিকাণ্ড রুখতে পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। মেয়র বলেন, এখন থেকে বইমেলার মধ্যে আর আগুন জ্বেলে রান্না করা যাবে না। মেলার বদলে বিধাননগর সুইমিং পুল চত্বরে রান্না করা যাবে। তার জন্য ওই পুল খুলে দেওয়া হয়েছে। খাবারের স্টল মালিকরা সেখানে রান্না করে সেই খাবার মেলায় এনে বিক্রি করতে পারবেন। তবে স্টলের মধ্যে শুধু খাবার গরম রাখার ব্যবস্থা থাকবে। এবারের বইমেলা থেকেই এই ব্যবস্থা চালু হয়ে গেল মেলা প্রাঙ্গণে।

আরও পড়ুন: রাজ্যপালকে ঠেকাতে না পেরে ‘হায়-হায়’ রব বিজেপির, থামল না অধিবেশন

বইমেলায় ঘুরে মুখরোচক খাবারে কামড় বসাতে চান অনেকেই। চা-কফিতে গলা ভেজানোর সংখ্যা আরও বেশি। কিন্তু কয়েক দশক আগে বইমেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা এখন তাজা বইপ্রেমীদের মনে। ১৯৯৭ সালের ৩ ফেব্রুয়ারি সেই আগুনের গ্রাসে একের পর এক প্যাভেলিয়ন পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহতার জেরে যতীন শীল নামে এক দর্শনার্থীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তিনদিন পরে তৎকালীন রাজ্য সরকার ও উদ্যোক্তাদের উদ্যোগে ফের নতুন করে বইমেলা শুরু হয়। দমকলের তরফ থেকে অভিযোগ ছিল, একটি ফুডস্টলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। এরপর থেকেই মেলার মাঠে আগুন জ্বালানো ও ধূমপান নিষিদ্ধ হয়। মেলাপ্রাঙ্গনের এক কোণে ফুড স্টলগুলিকে জায়গা দেওয়া হয়। এবার মেলার অঞ্চলেই রান্না বন্ধ করে দেওয়া হল।

Latest article