বঁধুয়া

সদ্য শুরু হয়েই বাজিমাত করল স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বঁধুয়া’। প্রথম সপ্তাহ থেকেই যার টিআরপি ঊর্ধ্বগামী। এক সাধারণ মেয়ের মানসিক সংগ্রাম এবং তার উত্তরণের গল্প বলবে ধারাবাহিকটি। এর মাধ্যমে বহুদিন পরে টেলিপর্দায় কামব্যাক করলেন ‘নবাব নন্দিনী’খ্যাত অভিনেতা রেজওয়ান রব্বানি শেখ। সঙ্গে জুটি বেঁধেছেন নবাগতা জ্যোতির্ময়ী কুণ্ডু। লিখছেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

Must read

এই মুহূর্তে সম্প্রচারিত যেসব ধারাবাহিকের টিআরপি রেটিং সবচেয়ে বেশি সেগুলোর কেন্দ্রে রয়েছেন একজন নারী। এর কারণ নারীকেন্দ্রিক বিষয়বস্তু, নারীর সংগ্রাম, তাঁদের উত্তরণের গল্প সবসময়ই দর্শকদের খুব পছন্দের। স্টার জলসায় সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বঁধুয়া’। এখানেও ব্যতিক্রম হয়নি। এই ধারাবাহিকটিও নারীকেন্দ্রিক। একটি সাধারণ মেয়ের সংগ্রামের গল্প, ঘুরে দাঁড়ানোর গল্প বলবে ‘বঁধুয়া’ (Bodhua)। যে মেয়েটি একদিন নিজের চেষ্টায় পরিবারের সাহায্যে সব ভয়কে জয় করতে সক্ষম হবে। সদ্য কয়েকদিন আগে শুরু হয়েই এই ধারাবাহিকটি ইতিমধ্যেই পৌঁছে গেছে দশম স্থানে। রেটিং দাঁড়িয়েছে ৬.২।

‘বঁধুয়া’র (Bodhua) নায়িকা পেখম। চুপচাপ, শান্ত, শিক্ষিতা, স্বাধীনচেতা। কেরিয়ারে মনযোগী। কিন্তু তাঁর মনে লুকিয়ে রয়েছে গভীর এক ক্ষত যা নিয়ে সে প্রতিনিয়ত মনোকষ্টে ভোগে। তাই সে সবার থেকে দূরে একা থাকতেই পছন্দ করে। কাছের মানুষ বলতে রয়েছে শুধুমাত্র তাঁর পরিবার। চাইলেও কাউকে সবটা খুলে বলতে পারে না।
অন্যদিকে একান্নবর্তী পরিবারের ছেলে আবির। স্বভাবে সে পেখমের চেয়ে একদম আলাদা। পরিবারের প্রাণ আবির। সবসময় সবাইকে মাতিয়ে রাখে। প্রাণচঞ্চল এক সূক্ষ্ম প্রেমিক মন রয়েছে তার। সে পেখমকে নিজের চেয়েও বেশি ভালবাসে। আর তাকেই বিয়ে করার স্বপ্ন দেখে।
আবিরের প্রবল ইচ্ছেশক্তির ফলেই বিয়ে হয় তার আর পেখমের। কিন্তু বিয়ের পর যেন আবিরের সেই গভীর অনুভূতি, সেই স্বপ্ন কোথাও একটা ধাক্কা খায়। পেখম কিছুতেই স্বামীকে কাছে আসতে দেয় না। সহজ হতে পারে না তার সঙ্গে। খুব কাছের যে মানুষটা সে-ই আবিরকেও নিজের মনের কথা খুলে বলতে পারে না?
বিয়ের পর নৌকাবিহারে গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরতেই সে আবিরকে সরিয়ে দেয়। নম্র-ভদ্র ছেলে আবির আগে কোনও নারীকে স্পর্শই করেনি। তাহলে তার কি কোনও ভুল হল? কেন পেখম নিজেকে দূরে সরিয়ে রেখেছে। কোন যন্ত্রণাকে সে আড়াল করছে? কী হয়েছে তার? আবির তার কাছে ক্ষমা চায়। প্রোমো রিলিজের পর এই দৃশ্যটি দর্শকদের বেশ মনে ধরেছিল। তখন থেকেই ধারাবাহিকটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল। কেন পেখম এমনতর? কোন সত্য লুকিয়ে রয়েছে তার অতীতে? সেই অতীত জানার পর কি মেনে নিতে পারবে আবির? কী ঘটবে এরপর এবার সেটাই দেখবে দর্শক। এগোবে এপিসোড খুলবে জট।

এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘নবাব নন্দিনী’খ্যাত অভিনেতা রেজওয়ান রব্বানি শেখ। রেজওয়ান বেশ কিছুদিন বিরতি নেবার পর কামব্যাক করলেন লিড রোলে। তাঁর ফ্যান ফলোয়ার্স কম নয়। তাঁকে দেখে খুশি তাঁরা। এই ধারাবাহিক প্রসঙ্গে রেজওয়ানকে প্রশ্ন করলে তিনি জানান, ‘এখানে শুধু মেয়েটা নয়, ছেলেটির জীবনের স্ট্রাগলও দেখানো হবে। ছেলেটি প্রেমে পড়ে কিন্তু পরে বোঝে সে একাই ভালবাসে। সেই একতরফা ভালবাসা কি দু-তরফা হয়ে উঠবে কোনওদিন? সেটাই জানার। দুটো মানুষ রেললাইনের মতো পাশাপাশি চলছে। সেটা আদৌ কোনওদিন মিলবে কি না সেটা জানবে দর্শক। আশা করছি গল্প যত এগবে তত ভাল লাগবে দর্শকের।

‘বঁধুয়া’র (Bodhua) পেখম চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। তাঁর এটা প্রথম ধারাবাহিক। ইনস্টা রিলসের জন্য বেশ জনপ্রিয় জ্যোতির্ময়ী। তাঁর রিলসগুলো বেশ ভাইরাল হত। সেখান থেকেই তাঁকে নির্বাচন করেছেন নির্মাতারা। রেজওয়ানের সঙ্গে জ্যোতির্ময়ীর কেমিস্ট্রি দারুণ। তা ধারাবাহিকটি দেখলেই বোঝা যায়।
প্রোমো দেখে অনেকেরই মন্তব্য এমন গল্পের সঙ্গে বলিউড মুভি ‘সত্যপ্রেম কি কথা’র বেশ মিল রয়েছে। যদিও ছবির অভিনেতা, অভিনেত্রীরা তা মনে করেন না। তাঁরা মনে করেন জীবন থেকেই গল্প তৈরি হয় তাই অনেক গল্পই চেনা-চেনা মনে হয়। কিন্তু পরিস্থিতি এক হয় না।
বঁধুয়া-তে প্রথমবার অভিনয় এবং শ্যুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে জ্যোতির্ময়ী জানালেন, ‘রিলস করতে খুব ভাল লাগত। মডেলিংও করেছি। সেখান থেকেই পরিচিতি এবং অভিনয়ে ডাক পাওয়া। শ্যুটিং-এর অভিজ্ঞতা খুব ভাল। সবাই আমাকে খুব সাহায্য করেছে, শিখিয়ে-পড়িয়ে নিচ্ছে। ধারাবাহিকে নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী বললেন, পেখম আর আমার মধ্যে অনেক মিল আবার কিছু অমিলও রয়েছে। ও নিজের লক্ষ্যে স্থির আমিও আমার লক্ষ্যে স্থির। ও বাধা পেরিয়ে এগিয়ে যেতে জানে, আমিও তেমনই। যদিও গল্প অনুযায়ী ওর জীবনে ঝড় বয়ে গেছে, তাও অনেক স্ট্রং। এর মধ্যেই নিজের কেরিয়ার গড়ছে।
আর অমিল হল পেখম একটু ইন্ট্রোভার্ট সব কথা চাইলেও মন খুলে বলতে পারে না, মিশতে পারে না। আর আমি মন খুলে কথা বলতে পারি, ভালবাসি, সবার সঙ্গে মিশতে পারি।

আরও পড়ুন- বসন্তে লাগুক উষ্ণ ছোঁয়া

বঁধুয়া (Bodhua) মানে বন্ধু— যে সব বোঝে, পাশে থাকে, সেই জায়গা থেকেই এমন একটা নামকরণ হয়েছে। এই ধারাবাহিকের গল্পে তথাকথিত কোনও ভিলেন নেই। আসলে পরিস্থিতি ভিলেন হয়। মানুষের মন মানসিকতা ভিলেন হয়। মানুষ কখনও ভিলেন হয় না। এই ধারাবাহিকে তেমনটাই দেখা যাবে। তবে পেখমের লড়াইটা যখন শেষ হবে তখন বোঝা যাবে আসল ভিলেন কে। কে ওর এই লড়াইয়ের জন্য দায়ী। ধারাবাহিকে প্রযোজক সুশান্ত দাস এবং তাঁর সংস্থা টেন্ট সিনেমাস। গল্পের লেখক এবং ক্রিয়েটিভ ডিরেক্টরও হলেন স্বয়ং প্রযোজক। খুব সুন্দর করে গল্প বুনেছেন তিনি।
ধারাবাহিকে আবিরের ঠাকুরদার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দীপঙ্কর দে এবং নামী অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়। এ-ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া যাবে মহাপীঠ তারাপীঠ, করুণাময়ী রাণী রাসমণি, নবাব নন্দিনী, আয় তবে সহচরী-খ্যাত অভিনেত্রী অলকানন্দা গুহ, ‘ফেরারি মন’খ্যাত সৌরদীপ রায়, অভিনেত্রী পায়েল সেনগুপ্ত, অমিতাভ ভট্টাচার্য প্রমুখ।

Latest article