গোয়া নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে সাংসদ সৌগত রায় জানান, গোয়ায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার দাবী জনানো হয়েছে।

Must read

গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তাণ্ডব ও সেখানকার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস সাংসদদের একটি প্রতিনিধি দল। দাবী একটাই গোয়ায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচান করতে হবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় সাংসদ সৌগত রায়, ডাঃ শান্তনু সেন, অপরুপা পোদ্দার ও আবির রন্জন বিশ্বাস নির্বচান কমিশনে যান। গোয়ায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।৷ গোয়ার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি৷ বিজেপি সাংসদ তেজস্বী সূর্য সগৌরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেঁড়ার কথা জানিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুন-আরটিপিসিআর টেস্ট করা হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের, গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে সাংসদ সৌগত রায় জানান, গোয়ায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার দাবী জনানো হয়েছে। তেজস্বী সূর্যের বিরুদ্ধেও অভিযোগ জানানে হয়েছে। সৌগত রায়ের কথায়, গোয়ায় রাত এগারোটায় কমিশভগিয়েছিল পানাজির দলীয় দফতরে। সেখানে অত রাতে কেউ ছিল না। তারা জানায় সিবিজিল থেকে অভিযোগ পেয়ে এসেছে। কমিশনকে গোয়া নিয়ে সার্বিকভাবে অভিযোগ জানানো হয়। সবটা শোনার পর কমিশনের তরয়ফে জানানো হয়, তারা বিষয়গুলি খতিয়ে দেখবে বলে জানিয়েছে।

Latest article