চুঁচুড়ায় রক্তদান ঘিরে ব্যাপক উৎসাহ

এদিন চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেস আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন কুণাল ঘোষ। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার।

Must read

প্রতিবেদন : ইন্ডিয়া জোট যদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতাকে সামনে রেখে লড়াই করে, তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি ১০০-র গণ্ডিও টপকাতে পারবে না। রবিবার হুগলি চুঁচুড়ার সভা থেকে স্পষ্ট কথায় জানিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, সামনেই ২০২৪-এর লোকসভা নির্বাচন। তার আগে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দল সম্মিলিত হচ্ছে। ইন্ডিয়া জোটের মঞ্চে সবাই এক হচ্ছে। এই সম্মিলিত শক্তি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে, তাহলে ফুৎকারে উড়ে যাবে বিজেপি। দেশে ১০০ আসনও তারা পাবে না। ড্যাংডেঙিয়ে জিতে যাবে ইন্ডিয়া।

আরও পড়ুন-এগিয়ে বাংলা, দেশে গড় বেকারত্ব ১৩.৪%, পিছিয়ে কেরল-উত্তরপ্রদেশ

এদিন চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেস আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন কুণাল ঘোষ। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার। এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপি ও সিপিএমকে একহাত নেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিজেপি দলের থেকে হিন্দুত্ব শিখতে হবে না। বিজেপি শুধু হিন্দুত্বের তাস খেলে ভোট চেয়ে বেড়ায়। আর বিজেপির ভোট বাড়াতে সহায়তা করে সিপিএম। সিপিএম ক্ষমতায় থাকাকালীন রাজ্যের কোমর ভেঙে দিয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আবার সেজে উঠছে। সিপিএমের যাঁরা এখন ব্রিগেড বা মিছিল করছেন, তাঁরাই ভোটের সময় বিজেপিকে ভোট দিয়ে শক্তি জোগায়। তিনি আরও বলেন, বিজেপি যতই তৃণমূলের মধ্যে ঝামেলা লাগাবার চেষ্টা করুক, তারা পারবে না। বিজেপি আগে ঠিক করুক তারা কোন দলে। আরএসএস বিজেপি, দিলীপ ঘোষ বিজেপি, সুকান্ত বিজেপি না শুভেন্দু বিজেপি, আদি বিজেপি না নব্য বিজেপি। বিজেপি ক্ষমতার অপ্যবহার করছে। প্রতিহিংসার রাজনীতি করছে। বাংলা ভোটে সেই প্রতিহিংসার জবাব দেবে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দেশকে পথ দেখাবে তৃণমূল।

Latest article