বঞ্চনার প্রতি.বাদে মহামিছিল

এবার এই বঞ্চনার প্রতিবাদে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার এই মহামিছিলের নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।

Must read

সংবাদদাতা, হুগলি : একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র। একই সঙ্গে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ বেড়ে চলেছে দিনকে দিন। এবার এই বঞ্চনার প্রতিবাদে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার এই মহামিছিলের নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।

আরও পড়ুন-চুঁচুড়ায় রক্তদান ঘিরে ব্যাপক উৎসাহ

এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রামেন্দু সিংহ রায়, বিধায়ক ডা: করবি মান্না, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী-সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। এদিনের মিছিলে কয়েক হাজার মানুষের ঢল নামের রাস্তায়। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে গর্জে ওঠেন সাধারণ মানুষ। মিছিল শেষে মন্ত্রী বেচারাম মান্না বলেন, কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না সেই কারণে সমস্যায় পড়ছে গরিব মানুষ। কিন্তু তৃণমূল সরকার সব সময় মানুষের পাশে ছিল আর আছে।

Latest article