একসঙ্গে তিন কন্যার জন্ম, মন্ত্রী রাখলেন নাম

Must read

সংবাদদাতা কাটোয়া : দুর্গা, কালী আর জগদ্ধাত্রী। কালনা মহকুমা হাসপাতালে একসঙ্গে সদ্য জন্মানো তিন কন্যাসন্তানের এই নাম রাখলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, মন্ত্রী স্বপন দেবনাথ (Minister Swapan Debnath)। তাঁর কাছে খবর যায়, হাসপাতালে এক প্রসূতি একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেখানে গিয়ে প্রসূতি ও সদ্যোজাতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের নামকরণের প্রস্তাব দেন। মন্ত্রীর (Minister Swapan Debnath) কথায় সম্মত হয় পরিবার। এরপরই তাদের নাম রাখেন তিন দেবীর নামে। পাশাপাশি এসএনসিইউ ইউনিটে প্রসূতি মায়েদের জন্য দুধ ও খাবারের ব্যবস্থা করেন তিনি। বলেন, ‘এখন আর কন্যাসন্তান অচ্ছুৎ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে সারা জীবনের জন্য কন্যারত্নদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন।’ তিনি হাসপাতালে ভর্তি হওয়া প্রসূতি ও নার্সদের গোলাপ উপহার দেন। মন্ত্রীর মহানুভবতায় খুশি সবাই। এদিকে তিন কন্যাসন্তানের জন্ম দেওয়া প্রসূতি তাঁর সন্তান-সহ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। হুগলির বলাগড় থানার দক্ষিণ গোপালপুরের সুমনা বায়েন নামে ওই প্রসূতি বধূ রবিবার কালনা হাসপাতালে ভর্তি হন। পরদিন তাঁর ৩ সন্তানের একসঙ্গে জন্ম হয়। দুজনের ওজন স্বাভাবিক হলেও, একজনের ওজন ৬৬৫ গ্রাম হওয়ায় শিশুটিকে বাড়তি নজরদারির জন্য রাখা হয় এসএনসিইউ ইউনিটে। কোনওরকম অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসক, নার্সদের যৌথ প্রয়াসে এই তিন কন্যার প্রসব সম্ভব হয় বলে হাসপাতাল সূত্রে খবর। সুমনার স্বামী অসীম বায়েন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বাড়িতে বৃদ্ধ বাবা, মা, চার কন্যা নিয়ে ৮ জনের সংসার। দুশ্চিন্তায় থাকলেও অসীমবাবু বলেন, ‘মন্ত্রী বললেন, সরকার কন্যাসন্তান মানুষ করতে নানা প্রকল্প ও পরিষেবা চালু করেছে। সেটা জেনেই নিশ্চিন্ত আছি।’

আরও পড়ুন-ঘুরে আসুন ভারতের অস্ট্রিয়ায়

Latest article