ধনকড়কে ‘নকল’ করে কটাক্ষ কল্যাণের! ভিডিও করলেন রাহুল

Must read

সংসদের সিঁড়িতেই জগদীপ ধনকড়কে কটাক্ষ করে নকল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)! দেখে হেসে ফেললেন অন্যান্যরা। মুহূর্ত মোবাইল ফোনে রেকর্ড করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সংসদে গণতন্ত্রের কণ্ঠরোধ। শীতকালীন অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা থেকে বিরোধীদলের ১৪১ সাংসদকে সাসপেন্ড (Suspend) করা হয়েছে। সোমবারের পরে মঙ্গলবারও লোকসভা থেকে সাসপেন্ড ৪৯জন বিরোধীদলের সাংসদ। এই ঘটনার প্রতিবাদে এদিন সকালে সংসদের সিঁড়িতে ধর্না-অবস্থান করেন বিরোধী সাংসদরা। রীতিমতো মক পার্লামেন্ট বসানো হয়। ধর্নায় কটাক্ষ করে সাংসদের উপস্থিতিতে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশ কিছু অঙ্গভঙ্গি করেন যার পুরোটাই ভিডিও রেকর্ডিং করেন রাহুল গান্ধী। কল্যাণের (Kalyan Banerjee) অঙ্গভঙ্গি দেখে অনেকেরই দাবি, তিনি রাজ্যসভার চেয়ারম্যানের শরীরী ভাষা নকল করছিলেন। ভিডিওয় দেখা যাচ্ছে, জগদীপ ধনকড় সদনের মধ্যে বিরোধী সংসদের উদ্দেশ্যে যেভাবে অঙ্গভঙ্গি করেন এবং কথা বলেন অবিকল সেইভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। তৃণমূল সাংসদের সেই অঙ্গভঙ্গির ভিডিও করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিজেপি সূত্রে খবর, বিষয়টি নিয়ে বেজায় চটেছেন ধনকড়। পাল্টা তৃণমূল সূত্রে খবর, কল্যাণ তো কারও নাম করেনি, তাহলে ওনার গায়ে এতো লাগছে কেন! কল্যাণ প্রশ্ন তোলেন, রাজ্যসভার ভিতরে কী হচ্ছে?

আরও পড়ুন- সংসদে গণতন্ত্র ধ্বংস! বহিষ্কৃত ১৪১ বিরোধী সাংসদ

বেনজির ভাবে সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধীদলের ১৪১ সাংসদ সাসপেন্ড। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সংসদের বাইরে সাসপেন্ড হওয়া সাংসদরা সিঁড়িতে বসে ও পরে গান্ধীমূর্তির সামনে ধর্না দেন। সেখানেই তৃণমল সাংসদ কল্যাণ অঙ্গভঙ্গি করে জগদীপ ধনকড়কে নকল করেন বলে খবর। তাঁকে দেখে হেসে গড়িয়ে পড়েন অন্যান্য বিরোধীদলের সাংসদরা। সেখানে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের মতো বর্ষীয়ান নেতারাও। পকেট থেকে মোবাইল ফোন বের করে পুরো ঘটনার রেকর্ডিং করেন রাহুল গান্ধী। ভিডিওতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, “আমার মেরুদণ্ড সোজা, আমি খুব লম্বা”

রাজ্যপাল থাকাকালীন বাংলার শাসকদলের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলে দিল্লি পর্যন্ত ছুটেছেন ধনকড়। তাঁর জমানায় বঙ্গ বিজেপির প্রধান কার্যালয় হয়ে যায় রাজভবন। রাজ্যসভা গিয়েও তৃণমূল-সহ বিরোধীদলের সাংসদদের বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবহারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আর এবার সংসদের অতীতের সব রেকর্ড ভেঙে এক অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে ১৪১জন বিরোধীদলের সাংসদকে। এতে চরম ক্ষুব্ধ বিজেপি বিরোধীদলগুলি। সংসদে বিরোধী কণ্ঠস্বর আটকাতেই এইভাবে বুলডোজ করা হয়েছে বলে অভিযোগ তাদের।

Latest article