দলনেত্রীর সমর্থনে দেওয়াল লিখনকে শিল্পের পর্যায়ে নিয়ে গেল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ

Must read

ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে প্রথম থেকেই জোর কদমে প্রচার চালাচ্ছে শাসক তৃণমূল কংগ্রেস। খোদ দলনেত্রী প্রার্থী হওয়ায় এই ভোটকে কেন্দ্র করে প্রবল উৎসাহ শাসক দলের সমস্ত স্তরের নেতা-কর্মীদের। রেকর্ড মার্জিনে নেত্রীকে জেতাতে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের মধ্যে। ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই ছাত্রসমাজ চাইছে ভবানীপুর উপনির্বাচনের মধ্য দিয়ে গোটা দেশকে নেত্রীর বার্তা পৌঁছে দিতে।

আরও পড়ুন-মহালয়া থেকেই ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রকোপ রুখতে বিশেষ অভিযান পুরসভার

দলনেত্রীর সমর্থনে ছাত্র পরিষদ সমর্থকরা কোভিড বিধি মেনে যেমন ছোট মিটিংয়ে যোগ দিচ্ছেন। অভিনব প্রচার ও দেওয়াল লিখন চলছে। ৭১ নম্বর ওয়ার্ডে বলরাম বোস ঘাট সংলগ্ন এলাকায় দেওয়াল লিখনের মধ্য দিয়ে তৃণমূল ছাত্র পরিষদ এগিয়ে চলেছে। এই গলিতেই দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি। যাতায়াতের পথে যা নজরে এসেছে তাঁরও।

আরও পড়ুন-কবে থেকে খুলছে রাজ্যের স্কুল? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, দক্ষিণ কলকাতার ছাত্র-যুব নেতা সার্থক বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক ছাত্র পরিষদ সমর্থকরা যখন তাঁদের প্রিয় দিদির সমর্থনে দেওয়াল লিখছিলেন, ঠিক সেই সময় সেখান থেকে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থামিয়ে বেশ কিছুক্ষণ অভিনব এই দেওয়াল লিখনগুলি দেখেন। ছাত্র-ছাত্রীদের তিনি সাবধানে কাজ করার পরামর্শ দেন।

Latest article