আজ কিবুদের সামনে আর্মি রেড

Must read

প্রতিবেদন : সোমবার কলকাতা লিগে সব থেকে কঠিন ম্যাচটা খেলতে নামছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC vs Army Red)। কিবু ভিকুনার দলের প্রতিপক্ষ আর্মি রেড। খেলা বাটানগর স্টেডিয়ামে। যারা ডায়মন্ড হারবারের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে। দু’টি দলই প্রথম ডিভিশন লিগে ন’টি ম্যাচ খেলে সাতটি করে ম্যাচ জিতেছে। কিন্তু সেনা দলটি দু’টি ম্যাচ হেরেছে এবং ডায়মন্ড হারবার দু’টি ম্যাচ ড্র করেছে। তাই ডিএইচএফসি-র থেকে দু’পয়েন্ট পিছিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আর্মি রেড। তাদের পয়েন্ট ৯ ম্যাচে ২১। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে শীর্ষে ডায়মন্ড হারবার।

ডায়মন্ড হারবার (DHFC vs Army Red) শিবিরের কাছে সোমবারের ম্যাচ মর্যাদার লড়াই। দুই দলই ইতিমধ্যে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। কিন্তু গ্রুপ লিগের পয়েন্ট সুপার সিক্সে ধরা হবে, তাই এই ম্যাচটি জিততে মরিয়া দু’দল। ডায়মন্ড হারবারের সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল বললেন, ‘‘আর্মির বিরুদ্ধে ম্যাচটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। বলতে পারি আমাদের কাছে মর্যাদার ম্যাচ। ডুরান্ডে খেলার জন্য ওদের কয়েক জন ফুটবলার ছিল না। ওরা ফিরে এসেছে। তাই আমরা খুব সতর্ক। সুপার সিক্সে গ্রুপ লিগের পয়েন্ট ধরা হবে। এটা মাথায় রেখেই শেষ দু’টি ম্যাচ জিতে সুপার সিক্সে নামতে চাই।’’

আরও পড়ুন-পুজো কি হবে? তিন গোষ্ঠীর তিনরকম কথা, দিল্লির নেতারা সাইবেরিয়ার পাখি : তৃণমূল

আর্মির বিরুদ্ধে নামার আগে চোট সমস্যাও বেড়েছে কিবুর দলে। বড়িশা স্পোর্টিং ম্যাচে অভিজ্ঞ স্ট্রাইকার অসীম বিশ্বাস হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। আর এক স্ট্রাইকার অনন্ত মুরলীও অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছেন। তিনিও সম্ভবত এই ম্যাচ খেলতে পারবেন না। তাই আপফ্রন্টে সফিক আলি গায়েনের সঙ্গে অভিজ্ঞ তীর্থঙ্কর স্ট্রাইকার শুরু করতে পারেন। শেখ সলমনও পুরো ফিট নন। তাই আর্মির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একাধিক বিকল্প তৈরি রাখতে হচ্ছে ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচকে।

Latest article