সন্তোষে আজ বাংলার মরণ-বাঁচন লড়াই

Must read

প্রতিবেদন : সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) শুক্রবার মরণ-বাঁচন ম্যাচে বাংলা (West Bengal- Meghalaya)। সামনে এবার মেঘালয়। মালাপ্পুরমের কাট্টাপ্পাডি স্টেডিয়ামে বিকেল ৪টে থেকে শুরু খেলা। প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জেতার পর দ্বিতীয় ম্যাচে কেরলের কাছে হেরে চাপে পড়েছে বাংলা। তবে মেঘালয়কে হারাতে পারলে সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে ফেলবে রঞ্জন ভট্টাচার্যের দল। মেঘালয় দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে রয়েছে কেরলের পর দ্বিতীয় স্থানে। বাংলা সমসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। এই ম্যাচে পয়েন্ট নষ্ট করলেই শেষ চারের স্বপ্ন শেষ হয়ে যাবে মনোতোষদের।

আরও পড়ুন: শ্রীশান্ত এবার বলিউডের নাচের ছবিতে

বুধবার কেরল-মেঘালয় ম্যাচ মাঠে বসে দেখেছেন বাংলার কোচ রঞ্জন। ফোনে বললেন, ‘‘মেঘালয় প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলে। ওদের বিরুদ্ধে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা থাকবে। কেরলের বিরুদ্ধে শেষ ১০-১৫ মিনিট আমাদের ছেলেরা স্থানীয় দর্শক সমর্থনের চাপ নিতে পারেনি। আর সেই সমস্যা নেই। ফুটবলাররা সবাই মানসিকভাবে চাঙ্গা। দল যদি ছন্দে থাকে, তাহলে আমরা ভালভাবেই ম্যাচ জিতব এবং সেমিফাইনালের পথে পা বাড়াব।’’ মেঘালয়ের (West Bengal- Meghalaya) বিরুদ্ধে দলে কয়েকটি পরিবর্তন করবেন বাংলার কোচ। রঞ্জন বলেন, ‘‘কেরলের বিরুদ্ধে কিছু ভুল হয়েছিল। তাই দু-একটা বদল হতে পারে দলে। দিলীপ ওরাওঁ, শুভঙ্কর অধিকারীকে খেলাব ভাবছি।’’

Latest article