পর্যটকের ভিড়

পাশাপাশি কমতে থাকে করোনাও। ফলে শুরু হয় বুকিং। পর্যটকদের ভিড় দেখা যায় শ্রীনগর থেকে শুরু করে উপত্যকার নানা জায়গায়।

Must read

সন্ত্রাস, আন্তর্জাতিক গরম পরিস্থিতি, সব মিলিয়ে ভূস্বর্গ কাশ্মীরে ক্রমে খারাপ হয়েছে পর্যটন ব্যবসা। তা বিগত এক মাসে বেশ কিছুটা বেড়েছে বলে জানা গিয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে উঠে যায় লকডাউন। চালু হয় ইন্টারনেট পরিষেবা।

আরও পড়ুন-দিল্লিতে কেজরির বিরুদ্ধে ধরনায় সিধু

পাশাপাশি কমতে থাকে করোনাও। ফলে শুরু হয় বুকিং। পর্যটকদের ভিড় দেখা যায় শ্রীনগর থেকে শুরু করে উপত্যকার নানা জায়গায়। এটাই নভেম্বরে ভেঙে দেয় গত সাত বছরের রেকর্ড। শুধুমাত্র নভেম্বরেই ১ লক্ষ ২৭ হাজার পর্যটক জম্মু ও কাশ্মীর বেড়াতে এসেছেন। সবমিলিয়ে এ বছর ভূস্বর্গে আগত পর্যটকদের সংখ্যা ৫ লক্ষ ১৩ হাজার।

Latest article