বিহারে কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত্যু ১

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে গ্যাস লিক বন্ধ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Must read

কাজ চলছিল অন্যদিনের মতোই। হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন এক শ্রমিক (worker)। ছড়াল আতঙ্ক। হঠাৎ পরিবেশ পাল্টে হুড়োহুড়ি পড়ে গেল কারখানা থেকে পালানোর। বিষাক্ত গ্যাস লিক করায় মৃত্য়ু হল এক শ্রমিকের। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেক শ্রমিক (Worker)। উল্টোদিকে কারখানা থেকে বের হতে গিয়ে শ্রমিকেরা পদপিষ্ট হন অনেকে। শনিবার, বিহারের (Bihar) হাজিপুরে এই ঘটনা ঘটে। একটি ডেয়ারি কারখানা থেকে অ্য়ামোনিয়া গ্যাস লিক (Ammonia Gas Leak) করে। ঠিক কী কারণে গ্য়াস লিক হয়েছে, তা জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন-মণিপুরে সেনাকে ঘিরে ১৫০০ দুষ্কৃতী ১২ বন্দিকে ছিনিয়ে নিয়ে গেল

শনিবার রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ বিহারের বৈশালি জেলার হাজিপুরে রাজ ফ্রেশ ডেয়ারি নামক একটি দুগ্ধজাত পণ্য উৎপাদন কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কারখানায় রাখা অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার লিক করেই দুর্ঘটনাটি ঘটে। বিষাক্ত অ্যামোনিয়ার গন্ধে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শ্রমিক। একজনের মৃত্য়ু হয়। আশেপাশের এলাকাতেও অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে যায়।

আরও পড়ুন-স্বামীর সম্পত্তিতে ‘গৃহবধূ’ স্ত্রীর অধিকার সমান, স্পষ্ট করে দিল মাদ্রাজ হাইকোর্ট

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে গ্যাস লিক বন্ধ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পটনা থেকেও কুইক রেসপন্স টিম পাঠানো হয়। দমকল সূত্রে খবর কারখানা থেকে প্রায় চার কিলোমিটার অবধি বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছিল। বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টের মতো বেশ কিছু সমস্যা দেখা দেয়।

Latest article