ই-পাসপোর্ট নিয়ে বিশেষ ঘোষণা বিদেশমন্ত্রী জয়শঙ্করের

প্রসঙ্গত তিনি জানান, ২০১৪ সালে দেশে ৭৭টি পাসপোর্ট সেবা কেন্দ্র (PSK) ছিল। এবার এই সংখ্যা ৭ গুণ বেড়েছে এবং ৫২৩ হয়েছে

Must read

বিদেশযাত্রা এবার আরও সহজ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি চালু হবে ই-পাসপোর্ট (E-Passport)। শনিবার পাসপোর্ট সেবা দিবসে নয়া দিল্লিতে আয়োজিত পাসপোর্ট সেবা প্রোগ্রামে (PSP) কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর (S. Jaishankar) বলেন, ‘ভারত শীঘ্রই ‘পাসপোর্ট সেবা কর্মসূচি’র (PSP-সংস্করণ ২.০) দ্বিতীয় ধাপে যাত্রা শুরু করবে। যার মধ্যে নতুন এবং আপগ্রেড করা ই-পাসপোর্ট রয়েছে।’ এদিন তিনি ‘সময়মতো, নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং দক্ষ পরিষেবা’ দেওয়ার অঙ্গীকার করার কথা জানান।

আরও পড়ুন-মণিপুরে সেনাকে ঘিরে ১৫০০ দুষ্কৃতী ১২ বন্দিকে ছিনিয়ে নিয়ে গেল

এদিন বিদেশমন্ত্রী বলেন, ‘নাগরিকদের জীবনযাত্রা সহজ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) ‘EASE’ নামক এক বিশেষ উদ্যোগ নিয়েছেন। যার অর্থ হল, E: ডিজিটাল ইকো-সিস্টেম ব্যবহার করে নাগরিকদের পাসপোর্ট পরিষেবা উন্নত করা। A: কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত পরিষেবা সরবরাহ। S: চিপ-নির্ভর ই-পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণ সহজ করা এবং E: ​​উন্নত ডেটা নিরাপত্তা।’

আরও পড়ুন-স্বামীর সম্পত্তিতে ‘গৃহবধূ’ স্ত্রীর অধিকার সমান, স্পষ্ট করে দিল মাদ্রাজ হাইকোর্ট

পাসপোর্ট সেবা দিবস পাসপোর্ট পরিষেবার মান উন্নত করার কথা বলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেন, ‘২০২২ সালে ১৩,৩২ মিলিয়নন পাসপোর্ট দেওয়া হয়েছিল, যা ২০২১ সালের তুলনায় ৬৩ শতাংশ বেশি।’ ভারতকে ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ে তোলার লক্ষ্যে ‘পাসপোর্ট সেবা কর্মসূচি’ একটি বিশেষ ধাপ বলেই তিনি মনে করছেন বলে জানান এস. জয়শঙ্কর। প্রসঙ্গত তিনি জানান, ২০১৪ সালে দেশে ৭৭টি পাসপোর্ট সেবা কেন্দ্র (PSK) ছিল। এবার এই সংখ্যা ৭ গুণ বেড়েছে এবং ৫২৩ হয়েছে।

Latest article